X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কিউই বধের ইনিংসকে সেরা বললেন বাবর

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৯, ১৪:০২আপডেট : ২৭ জুন ২০১৯, ১৪:০৬

ম্যাচ জয়ী ইনিংস খেলার উচ্ছ্বাস বাবরের অজেয় নিউজিল্যান্ডকে মাটিতে নামালো পাকিস্তান। এটা কোনও সাদামাটা জয় ছিল না, বিশ্বকাপে বাঁচিয়ে রেখেছে পাকিস্তানের আশা। আর এই মহাগুরুত্বপূর্ণ জয়ের নায়ক বাবর আজম। ডানহাতি ব্যাটসম্যান তার এই ইনিংসকে ক্যারিয়ারসেরার মর্যাদা দিলেন।

বুধবার এজবাস্টনে স্বাচ্ছন্দ্যে ব্যাট করে গেছেন বাবর। ১০১ রানের চোখ ধাঁধানো এক ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ক্যারিয়ারের দশম সেঞ্চুরিতে রঙিন করেছেন পাকিস্তানের স্বপ্ন। ১৯৯৭ সালের পর প্রথম নন-ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে শতক হাঁকান বাবর।

ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনের পেস সামলানোর পর মিচেল স্যান্টনারের স্পিন মোকাবিলা করেছেন দারুণ দক্ষতায়। নিউজিল্যান্ডের জন্য যেটা ছিল নিষ্ঠুর-নির্দয়, আর পাকিস্তানের কাছে অনবদ্য। এই ইনিংসকেই তো সেরা বলা স্বাভাবিক। বাবর বলেছেন, ‘আমার সেরা ইনিংস এটা। উইকেট খুব কঠিন ছিল। শেষ ইনিংসে অনেক টার্ন ছিল। পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত নিজের শতভাগ দিয়ে খেলে যাওয়া। যখন আমাদের ইনিংস শুরু হলো, তখন ফার্গুসনকে দেখে খেলার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু যখন স্যান্টনার এলো, পরিকল্পনা পাল্টে গেলো। তাকে যেন ‍উইকেট না দেই এবং সেই ঘাটতি ফাস্ট বোলারদের বিপক্ষে পুষিয়ে দেওয়ার চিন্তা ছিল।’

শেষ দুই ম্যাচে জিততে আশাবাদী বাবর। স্বপ্ন দেখছেন সেমিফাইনালের, ‘আমরা আত্মবিশ্বাসী। একটি করে ম্যাচ ধরে এগোচ্ছি আমরা। আশা করি সেমিফাইনালে উঠবো। আমাদের সেদিকে মনোযোগ।’

২৪ বছর বয়সী বাবরের সামনে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার সুযোগ। ১৯৯৬ সালে মাত্র ২২ বছর বয়সে ৫২৩ রান করেন ভারতীয় ব্যাটিং গ্রেট, এক বিশ্বকাপে সর্বকালের শীর্ষ অনূর্ধ্ব-২৫ বছর বয়সী ব্যাটসম্যানের তালিকায় সবার উপরে তিনি। বাবর তার চেয়ে পিছিয়ে ১৯০ রানে। ৩৩৩ রান করে এরই মধ্যে ব্রায়ান লারাকে (১৯৯২) স্পর্শ করেছেন তিনি। ১৯৯৯ ও ২০০৭ সালে রিকি পন্টিংয়ের ৩৫৪ ও এবি ডি ভিলিয়ার্সের ৩৭২ রান থেকে আর কয়েক হাত দূরে বাবর। এই পারফরম্যান্স ধরে রাখলে নিশ্চয় টপকে যাবেন সবাইকে!

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
‘মোস্তাফিজ ভীষণ পছন্দের খেলোয়াড়, বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করবো’
‘মোস্তাফিজ ভীষণ পছন্দের খেলোয়াড়, বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করবো’
নাফ নদ থেকে বাংলাদেশি দুই চাকমা যুবককে অপহরণ
নাফ নদ থেকে বাংলাদেশি দুই চাকমা যুবককে অপহরণ
গাজা প্রশ্নে সেলিব্রেটিদের দৃষ্টি কাড়তে ‘ব্লকআউট’ ক্যাম্পেইন কি সফল?
গাজা প্রশ্নে সেলিব্রেটিদের দৃষ্টি কাড়তে ‘ব্লকআউট’ ক্যাম্পেইন কি সফল?
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান