X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মুমিনুল-সৌম্যদের একসময়ের সতীর্থ এখন যুক্তরাষ্ট্র দলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৮:৪৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:৫০

২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সৌম্য-মুমিনুলদের সঙ্গে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শাকের আহমেদ। সিলেটের এই ক্রিকেটারের বেশ কয়েকজন সতীর্থ জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও তিনি ছিটকে গেছেন। তবে বাঁহাতি এই স্পিনারের ক্যারিয়ার নতুন মোড় নিয়েছে। ৪৪ জনের যুক্তরাষ্ট্রের প্রাথমিক দলে ডাক পেয়েছেন তিনি।

ডেট্রয়েট, মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেই প্রাথমিক দলে সুযোগ করে নিয়েছেন শাকের। সাকিবের মতো ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি অর্থোডক্স বোলার তিনি। আগামী মার্চ মাসে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। এর প্রস্তুতির জন্য ৪৪ জনের দল ঘোষণা করেছে দেশটি। ওখানেই সুযোগ হয়েছে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকা শাকেরের।

যুক্তরাষ্ট্র সরকারের নিয়ম অনুযায়ী, টানা তিন বছর বসবাস করলে নাগরিকত্ব সুত্রে সে দেশের হয়ে ক্রিকেট খেলার সুযোগ মেলে। এই নিয়মেই বাংলাদেশি শাকের যুক্তরাষ্ট্রের হয়ে খেলার অনুমতি পেয়েছেন।

২৮ বছর বয়সী শাকের কয়েক বছর ধরেই ‘ক্রিকেট একাডেমি অব ডেট্রয়েট’ ক্লাবের হয়ে খেলছেন। এই ক্লাবে যোগ দেওয়ার অল্প কিছুদিন পর নেতৃত্বও তুলে দেওয়া হয় তার কাঁধে। এরপর নিজের ক্লাবকে বেশ কিছু টুর্নামেন্ট জিতিয়েছেন তিনি।

বাংলাদেশে ১৭টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন শাকের। যার সর্বশেষটি ছিল ২০১৪ সালে। দেশের ক্রিকেটে নিজের জায়গা খুব একটা পাকা করতে না পারায় যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।

২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শাকেরের সঙ্গী ছিলেন সৌম্য সরকার, মুমিনুল হক, সাব্বির রহমান, এনামুল হক, নুরুল হাসান, আবুল হাসানরা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলেছেন এদের সবাই। শাকেরের বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ না হলেও যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে সুযোগ এসেছে। এখন অপেক্ষা প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ