X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউদাম্পটনেই

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২১, ১২:০৪আপডেট : ০৯ মার্চ ২০২১, ১২:১৮

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল লর্ডসে। কিন্তু বেশ কিছুদিন ধরে ভেন্যুর পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছিল খুব। সম্ভাব্য ভেন্যুর নামটিও বলা হচ্ছিল-সাউদাম্পটন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীও বললেন, ১৮ জুন থেকে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনালটি হতে যাচ্ছে সাউদাম্পটনেই।

অবশ্য ভেন্যু পরিবর্তনের পেছনে একটা বড় প্রভাবক হিসেবে কাজ করেছে করোনা পরিস্থিতি। জীবানু সুরক্ষিত বলয়টাকে নিরাপদ রাখতেই এমনটা একটা ভেন্যু প্রয়োজন ছিল, যেখানে মাঠের পাশেই থাকবে হোটেল। সে হিসেবে সবচেয়ে বেশি ফেভারিট ছিল সাউদাম্পটন। আরেকটি ভেন্যুও ভাবনায় ছিল, ম্যানচেস্টারে।

যে কারণে করোনাকালে এই ভেন্যুগুলোতেই ম্যাচ হয়েছে বেশি। এসব সুবিধা থাকায় গত বছরের গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে এসব ভেন্যুতেই সিরিজ আয়োজন করেছিল ইংল্যান্ড। তার ওপর করোনা কালে প্রথম আন্তর্জাতিক ম্যাচটাও হয়েছিল সাউদাম্পটনে। গত জুলাইয়ে এই মাঠে প্রথম টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। তাছাড়া অ্যাজিয়াস বোল পাকিস্তানের বিপক্ষে আয়োজন করে দুই টেস্টের সিরিজ। পরে এই মাঠে আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি হয়েছিল।

তাই গাঙ্গুলী ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘ফাইনালটা আসলে সাউদাম্পটনেই হচ্ছে। এটা অনেক আগেই সিদ্ধান্ত হয়েছিল। যেহেতু ওই মাঠের কাছেই হোটেল। তাই জীবানু সুরক্ষিত বলয়ের পরিবেশটা নিরাপদ রাখা সহজ হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি