X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শাহীন বলছেন, মিরপুরেও পেসারদের সফল হওয়া সম্ভব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৪৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৪৯

চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে আগুনে বোলিং করেছেন পাকিস্তানের দুই পেসার হাসান আলী ও শাহীন আফ্রিদি। আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টেও এমন ধারাবাহিকতা রাখার কথা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন পেসার শাহীন।

ঐতিহ্যগত ভাবেই মিরপুরের উইকেটে কিছুটা স্লো ও টার্নিং হয়ে থাকে। এমন উইকেটে পেসারদের করার কিছুই থাকে না। তারপরও দারুণ আত্মবিশ্বাসী শাহীনের কণ্ঠ, ‘এশিয়ার সব উইকেটই আসলে কমবেশি ধীরগতির। লোকে বলে যে স্পিনারদের সহায়তা বেশি মেলে। তবে শক্তপোক্ত হলে ও গায়ে জোর থাকলে এখানেও কার্যকর হওয়া যায়। জুটি বেঁধে বল করতে হয়।’

এরপরই শাহীন জানালেন, হাসানের সঙ্গে জুটি বেঁধে ঢাকায় কীভাবে সাফল্য পাবেন, ‘হাসানেরও এখানে কৃতিত্ব আছে। হাসানের সঙ্গে যখনই আমি বোলিং করি, আমরা নিজেদের মধ্যে ঠিক করে নেই যে, কে কখন আক্রমণ করবে, কে রান আটকে রাখবে। হাসানেরও তাই ভূমিকা আছে। আমার কাছে ব্যাপারটি হলো, ৩ ওভারের স্পেল হোক বা ৫ ওভারের, আগ্রাসী বোলিং করতে চাই। এভাবেই সাফল্য ধরা দিচ্ছে। দ্বিতীয় টেস্টেও আমরা আগের টেস্টের মতো পারফরম্যান্স দিতে চাই।’

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ কোনোভাবেই সুযোগ দেয়নি পাকিস্তান। ৮ উইকেটের দারুণ জয়ে উদ্দীপ্ত পাকিস্তান ঢাকাতেও জিততে আত্মবিশ্বাসী। শাহীন শোনালেন, ‘মোমেন্টাম খুব ভালো আছে, দলের কম্বিনেশন দারুণ। ছেলেরা প্রস্তুত দ্বিতীয় টেস্টের জন্য। অবশ্যই লড়াই করবো এবং ভালোভাবে শেষ করবো। এবং এখান থেকে সিরিজ জিতে ফিরবো।’

চট্টগ্রামে দুই ইনিংসেই বাংলাদেশের টপ অর্ডার প্রথম ঘণ্টাতেই ভেঙে পড়ে। প্রথম ইনিংসে ৪৯ রানে টপ অর্ডারের চার ব্যাটার আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৪৩ রানে প্রথম ৫ ব্যাটারকে হারিয়ে হারের পথটা তৈরি হয়ে যায়। আর বাংলাদেশের টপ অর্ডার ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসান-শাহীন জুটি।

স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলো, বাংলাদেশের টপ অর্ডারের উইকেট নেওয়া কতটা সহজ? শাহীন জানালেন, ‘টেস্ট ক্রিকেটে টানা দুই বলে উইকেট নেওয়া কখনোই সহজ নয়। সত্যিই কঠিন। এখানে প্রতিটি সেশন, প্রতিটি মিনিট কঠিন ক্রিকেট হয় এবং গুরুত্বপূর্ণ। আমি ফুল লেংথে বল করার চেষ্টা করি এবং উপভোগ করি। বাংলাদেশের ব্যাটারদের উইকেট নেওয়া সহজ নয়। ওদের বেশ কজন ভালো ক্রিকেটার আছে। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে বজ্রাঘাতে একজনের মৃত্যু
সিলেটে বজ্রাঘাতে একজনের মৃত্যু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?