X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

তাসকিনকে তামিম, ‘এটাই তোর আইপিএল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ০২:২২আপডেট : ২৪ মার্চ ২০২২, ০২:২২

আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টস থেকে ডাক এলেও অনাপত্তিপত্র না পাওয়ায় যেতে পারছেন না তাসকিন আহমেদ। বুধবার সেঞ্চুরিয়নে ম্যাচসেরার পুরস্কারের পাশাপাশি সিরিজসেরাও হয়েছেন এই পেসার। দুটো পুরস্কার জেতা তাসকিনকে অধিনায়ক তামিম ইকবাল অনুপ্রেরণা জুগিয়ে বলেছেন, ‘ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ- এটাই তোর আইপিএল।’

গত কয়েক বছর দুর্দান্ত ক্রিকেট খেলে চলছেন তাসকিন। সময় যত যাচ্ছে হচ্ছেন আরও ধারালো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো করা এই পেসার আইপিএলের দল লখনউ থেকে পুরো মৌসুম খেলার প্রস্তাব পান। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকায় তাসকিনকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।

আইপিএলে যেতে না পারার বিষয়টি জেনেই তৃতীয় ওয়ানডেতে নেমেছিলেন তিনি। সেঞ্চুরিয়নে নেমেই জাদু দেখালেন। বিদেশির মাটিতে প্রথমবার ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ ও সিরিজসেরা। দুর্দান্ত পারফর্ম করা এই পেসারের আইপিএল প্রসঙ্গে এসেই গিয়েছিল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। সেখানে তামিম বলেছেন, ‘দেশের হয়ে খেলার চেয়ে অনুপ্রেরণার আর কিছু হতে পারে না। আমি জানি তাসকিন একটা দারুণ সুযোগ পেয়েছিল আইপিএল থেকে। ও তরুণ, আসলে কঠিন (আইপিএল উপেক্ষা করা)।’

তামিম আরও বলেছেন, “আপনি এরকম সুযোগ হাতছাড়া করতে চাইবেন না, কিন্তু সে এখন ঠিক আছে, খুশি আছে। দেশের হয়ে খেলছে এবং ভালো করছে। যখন সে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের দুইটা ট্রফি পেলো, আমি প্রেজেন্টেশনে ওকে বলেছিলাম— ‘এটাই তোর আইপিএল। এটা আইপিএলের চেয়ে বড়।”

কঠোর পরিশ্রম করে নিজেকে গড়ে তোলা তাসকিনের প্রশংসা করে তামিম বলেছেন, ‘তাসকিনের কঠোর পরিশ্রম অবশ্যই ফল দিচ্ছে। তাসকিনের পরিশ্রম আপনারা এই কারণে দেখেন, কারণ সে ইনস্টাগ্রামে অনেক ভিডিও দেয়! কিন্তু সবাই কঠোর পরিশ্রম করে। অন্য ফাস্ট বোলাররাও করে। অনেক সময় এরকম পরিশ্রমের ফল মেলে না। তবে কয়েক বছর ধরে তাসকিন মানসিকতার যে বদল এনেছে, তা কাজে দিচ্ছে। আশা করি, এটা ধরে রাখবে।’

এদিকে পুরস্কার নিতে এসে তাসকিন বলেছেন, ‘খুবই খুশি ও গর্বিত। এই প্রথম আমি সিরিজসেরার পুরস্কার পেলাম। গত দেড় বছর ধরে আমি একই প্রক্রিয়া অনুসরণ করছি। প্রত্যেক ম্যাচেই আমার অধিনায়ক আমাকে সমর্থন করেছেন। আমার কাজ বুঝিয়ে দিয়েছেন। পরিষ্কারভাবে বলে দিয়েছেন ফাস্ট ও আক্রমণাত্মক থেকে উইকেট তুলে নিতে। এখানে আমি বোলিংটা বেশ উপভোগ করেছি। আমাকে এখনও শিখতে হবে যে ফ্ল্যাট উইকেটে কীভাবে ৫ উইকেট নেওয়া যায়।’

তাসকিন দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তেমনটাই জানিয়েছেন, “ম্যাচ শেষে তাসকিন আমাকে বলেছে— ‘আজকের জয় অর্থ দিয়ে মাপা যায় না। আইপিএলকে আমি এখানে নিয়ে আসতে চাই না। এ জয়ের সঙ্গে আইপিএলের কোনও সম্পর্ক নেই।’ নিশ্চিতভাবেই তার এই কথায় আমরা খুশি।”

/আরআই/কেআর/
সম্পর্কিত
সাকিবের ‘অভিযোগ’ নিয়ে তামিম বললেন, ‘ব্যাপারটা ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে’
হাথুরুসিংহেকে অপসারণের চেষ্টায় ভূমিকা ছিল তামিমের!
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক