X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাকিব খেলতে চাইলে আমাদের আপত্তি নেই: পাপন

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৩ মে ২০২২, ১৩:২০আপডেট : ১৩ মে ২০২২, ১৩:৩৮

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তবে তিন দিন আইসোলেশনে থাকার পর আজ (শুক্রবার) করোনামুক্ত হন বাঁহাতি এই অলরাউন্ডার। আর তাতেই চট্টগ্রাম টেস্টে খেলার দুয়ার উন্মুক্ত হয়ে গেছে তার। যদিও অনুশীলন ছাড়া পাঁচ দিনের টেস্ট খেলা বেশ কঠিন। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সাকিব খেলতে চাইলে তাদের কোনও আপত্তি থাকবে না।

আজ সন্ধ্যায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। তার খেলা নিয়ে চট্টগ্রামে পাপন বলেছেন, ‘ওর সাথে যে কথাটা হয়েছে যে, ও নেগেটিভ হলে এখানে আসবে এবং এখানে ব্যাপারটা হচ্ছে ও কিন্তু অনুশীলনে নেই, খেলার মধ্যে নেই। প্লাস ওর ফিজিক্যাল কন্ডিশনও বলেছে ও সুস্থ বোধ করছে। কিন্তু এটা পুরোটাই হচ্ছে মেডিক্যাল ইস্যু। এখানে মেডিক্যাল টিমের যারা আছে, ফিটনেস ট্রেনার যারা আছে, তারাই ওকে বিচার করবে।’

বিসিবি সভাপতি সঙ্গে যোগ করেছেন, ‘সে শুধু কালকে (শনিবার) একদিন অনুশীলন করার সুযোগ পাবে। আজকে যদি এখন আসতে পারতো, আজকে অনুশীলনে জয়েন করতে পারতো। আমি শুনেছি সন্ধ্যা ৭টায় আসবে, সবচেয়ে বড় ব্যাপারটা ও যে কোভিড নেগেটিভ হয়েছে তাতে আমরা খুশি। যত তাড়াতাড়ি দলের সঙ্গে ঢুকতে পারবে, খেলতে পারবে, আমরা সেটাই আশা করছি।’

তাহলে কি সাকিবের চট্টগ্রাম টেস্টে খেলার সম্ভাবনা আছে? পাপন বললেন, ‘হয়তো সে খেলতে পারে আবার নাও খেলতে পারে, মানে এটা আসলে বলাটা মুশকিল। ওর ওপর নির্ভর করছে, টিমের ওপর নির্ভর করছে এবং মেডিক্যাল টিমের ওপর নির্ভর করছে। এখানে আবেগী হওয়ার কিছু নেই। কিন্তু করোনা নেগেটিভ হয়ে খেলা এটা যদি ওডিআই হতো, আমরা বলতাম খেলো। কিন্তু এটা পাঁচ দিনের খেলা, আমরা চাইবো না ওর জন্য বাড়তি চাপ হোক বা ক্ষতির ইস্যু হয়। সেজন্য আমরা সাবধানে যাবো, এবং ওর ওপর পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। ও যদি খেলতে চায়, তাহলে ও খেলবে, ওকে তো না করার কোনও সুযোগ নেই।’

সঙ্গে যোগ করেছেন, ‘ওর ফিটনেসটা নিশ্চিতভাবে দেখবে। ও অনুশীলন করুক, তারপর যদি মনে করে খেলবে তাহলে আমাদের বলবে এবং ফিটনেস ট্রেনার যদি ক্লিয়ার দিয়ে দেন তাহলে নিশ্চিতভাবে খেলবে।’

/কেআর/
সম্পর্কিত
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব
ভুল শুধরে সফল অঙ্কন, জিতেছে মোহামেডান
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!