X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সাকিব খেলতে চাইলে আমাদের আপত্তি নেই: পাপন

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৩ মে ২০২২, ১৩:২০আপডেট : ১৩ মে ২০২২, ১৩:৩৮

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তবে তিন দিন আইসোলেশনে থাকার পর আজ (শুক্রবার) করোনামুক্ত হন বাঁহাতি এই অলরাউন্ডার। আর তাতেই চট্টগ্রাম টেস্টে খেলার দুয়ার উন্মুক্ত হয়ে গেছে তার। যদিও অনুশীলন ছাড়া পাঁচ দিনের টেস্ট খেলা বেশ কঠিন। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সাকিব খেলতে চাইলে তাদের কোনও আপত্তি থাকবে না।

আজ সন্ধ্যায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। তার খেলা নিয়ে চট্টগ্রামে পাপন বলেছেন, ‘ওর সাথে যে কথাটা হয়েছে যে, ও নেগেটিভ হলে এখানে আসবে এবং এখানে ব্যাপারটা হচ্ছে ও কিন্তু অনুশীলনে নেই, খেলার মধ্যে নেই। প্লাস ওর ফিজিক্যাল কন্ডিশনও বলেছে ও সুস্থ বোধ করছে। কিন্তু এটা পুরোটাই হচ্ছে মেডিক্যাল ইস্যু। এখানে মেডিক্যাল টিমের যারা আছে, ফিটনেস ট্রেনার যারা আছে, তারাই ওকে বিচার করবে।’

বিসিবি সভাপতি সঙ্গে যোগ করেছেন, ‘সে শুধু কালকে (শনিবার) একদিন অনুশীলন করার সুযোগ পাবে। আজকে যদি এখন আসতে পারতো, আজকে অনুশীলনে জয়েন করতে পারতো। আমি শুনেছি সন্ধ্যা ৭টায় আসবে, সবচেয়ে বড় ব্যাপারটা ও যে কোভিড নেগেটিভ হয়েছে তাতে আমরা খুশি। যত তাড়াতাড়ি দলের সঙ্গে ঢুকতে পারবে, খেলতে পারবে, আমরা সেটাই আশা করছি।’

তাহলে কি সাকিবের চট্টগ্রাম টেস্টে খেলার সম্ভাবনা আছে? পাপন বললেন, ‘হয়তো সে খেলতে পারে আবার নাও খেলতে পারে, মানে এটা আসলে বলাটা মুশকিল। ওর ওপর নির্ভর করছে, টিমের ওপর নির্ভর করছে এবং মেডিক্যাল টিমের ওপর নির্ভর করছে। এখানে আবেগী হওয়ার কিছু নেই। কিন্তু করোনা নেগেটিভ হয়ে খেলা এটা যদি ওডিআই হতো, আমরা বলতাম খেলো। কিন্তু এটা পাঁচ দিনের খেলা, আমরা চাইবো না ওর জন্য বাড়তি চাপ হোক বা ক্ষতির ইস্যু হয়। সেজন্য আমরা সাবধানে যাবো, এবং ওর ওপর পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। ও যদি খেলতে চায়, তাহলে ও খেলবে, ওকে তো না করার কোনও সুযোগ নেই।’

সঙ্গে যোগ করেছেন, ‘ওর ফিটনেসটা নিশ্চিতভাবে দেখবে। ও অনুশীলন করুক, তারপর যদি মনে করে খেলবে তাহলে আমাদের বলবে এবং ফিটনেস ট্রেনার যদি ক্লিয়ার দিয়ে দেন তাহলে নিশ্চিতভাবে খেলবে।’

/কেআর/
সম্পর্কিত
লিটনের কাছে ‘ব্র্যান্ড অব ক্রিকেট’ নয়, ফলই আসল
বাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট
অনিশ্চয়তায় বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডার, এশিয়া কাপ 
সর্বশেষ খবর
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে বাংলা ট্রিবিউন, শুভেচ্ছায় মির্জা ফখরুল
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে বাংলা ট্রিবিউন, শুভেচ্ছায় মির্জা ফখরুল
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়