X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১
আইপিএল

পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আশায় দিল্লি

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২২, ০১:২৫আপডেট : ১৭ মে ২০২২, ০১:৩০

আবারও উপেক্ষিত মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ হয়নি বাংলাদেশি পেসারের। তবে তিনি না থাকলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। পাঞ্জাব কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ যে জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো মোস্তাফিজরা।

সোমবার আইপিএল ম্যাচে পাঞ্জাবকে ১৭ রানে হারিয়েছে দিল্লি। আগে ব্যাট করে মিচেল মার্শের ৬৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করে দিল্লি। সেই লক্ষ্যের পিছে ছুটতে গিয়ে শার্দূল ঠাকুরের চমৎকার বোলিংয়ের সামনে ৯ উইকেটে ১৪২ রান করতে পারে পাঞ্জাব। এই জয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে দিল্লি। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট ঋষভ পান্তদের। অনদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পাঞ্জাব।

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা ব্যর্থতার মিছিলে যোগ দিলেন। তারপরও তারা যে লড়াই করার মতো স্কোর পেয়েছে, তার পুরো কৃতিত্ব পাবেন মিচেল মার্শ। প্রথম বলেই শূন্য রানে ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পর হাল ধরেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। শুরুতে আগ্রাসী ভঙ্গিতে খেলা মার্শ পরবর্তীতে পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করেছেন।

ওয়ার্নার শুরুতে আউট হলেও আক্রমণাত্মক ছিলেন আরেক ওপেনার সরফরাজ খান ও মার্শ। ব্যাট হাতে ঝড় তুলে বড় সংগ্রহের আভাস দেন তারা চার-ছক্কার ফুলঝুড়িতে। ৪.৩ ওভারে তুলে ফেলেন ৫০ রান। এরপরই পা হড়কায়! একটু পর ফিরে যান সরফরাজ। মাত্র ১৬ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ঝড়ো ৩২ রান করে আউট হন তিনি।

সরফরাজকে ফেরানো আর্শদীপ সিং পরের বলেই পেয়েছিলেন আরেকটি উইকেট। ললিত যাদব এসেই ক্যাচ আউটের শিকার। তবে দুর্ভাগ্য পাঞ্জাব কিংস ও আর্শদীপের। বলটি হয় ‘নো’। বলে বেঁচে যান ললিত। যদিও খুব বেশিদূর যেতে পারেননি তিনি। ২১ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ২৪ রান।

তবে একপ্রান্ত আগলে রেখে খেলে গেছেন মার্শ। অস্ট্রেলিয়ান ব্যাটার কাগিসো রাবাদার শিকার হওয়ার আগে ৪৮ বলে খেলেন ৬৩ রানের ইনিংস। গুরুত্বপূর্ণ ইনিংসটি তিনি সাজান ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায়। এছাড়া অক্ষর প্যাটেল ২০ বলে অপরাজিত থাকেন ১৭ রানে।

পাঞ্জাবের সবচেয়ে সফল বোলার লিয়াম লিভিংস্টোন। এই স্পিনার ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। তার সমান ৩ উইকেট নিতে আর্শদীপ খরচ করেছেন ৩৭ রান।

১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় পাঞ্জাব। ৩.৪ ওভারে যোগ করে ৩৮ রান। তবে জনি বেয়ারস্টোর (১৫ বলে ২৮) বিদায়ের পর ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। শিখর ধাওয়ান আউট ১৯ রানে। ভানুকা রাজাপাকশে (৪), লিভিংস্টোন (৩) ও অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল (০) কিছুই করতে পারেননি।

জিতেশ শর্মা চেষ্টা করেছেন। তবে সফল হননি। ৩৪ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় তিনি করেন ৪৪ রান। এছাড়া রাহুল চাহার অপরাজিত থাকেন ২৪ বলে ২৫ রানে।

দিল্লির সবচেয়ে সফল বোলার শার্দূল। ম্যাচসেরার পুরস্কার জেতা এই পেসার ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া অক্ষর প্যাটেল ও কুলদীপ সিং নেন ২টি করে উইকেট।

/কেআর/
সম্পর্কিত
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে পাঞ্জাবকে হারালো চেন্নাই
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
সর্বশেষ খবর
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?