X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২২, ১৩:১৯আপডেট : ২৭ মে ২০২২, ১৩:২৫

লাঞ্চই তাহলে পার্থক্য গড়ে দিলো! কেননা প্রথম সেশন শেষে যে দৃশ্যপট ছিল বাংলাদেশ দলের, দ্বিতীয় সেশনের শুরুতে তা পুরোপুরি পাল্টে গেলো। যে সাকিব আল হাসান ও লিটন দাস কঠিন পরীক্ষায় ফেলেছিলেন শ্রীলঙ্কার বোলারদের, সেই তারা লাঞ্চের পরপরই আউট। লিটন বিদায় নেওয়ার কিছুক্ষণ পর অপ্রয়োজনীয় শট খেলে সাজঘরে ফিরেছেন সাকিব।

আজ (শুক্রবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের স্কোর ৫৪.১ ওভারে ৮ উইকেটে ১৬৯। তাতে লিড নিয়েছে ২৮ রানের। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে শ্রীলঙ্কা করেছে ৫০৬ রান।

শুরু থেকে আগ্রাসী ছিলেন সাকিব। লঙ্কান বোলারদের ওপর চড়াও হয়ে খেলে গেছেন। তবে দ্বিতীয় সেশনে সেটিই কাল হলো। অসিথা ফার্নান্ডোর শর্ট বল পুল করতে গিয়ে ব্যাটের কানায় লাগে তার। বল উঠে গেলে সহজ ক্যাচ নেন উইকেটকিপার নিরোশান ডিকবেলা। তাতে ৫৮ রানে শেষ হয় সাকিবের ইনিংস।

লাঞ্চ থেকে ফিরেই লিটন আউট

লিটন দাসের দারুণ ইনিংসের সমাপ্তি। লাঞ্চ থেকে ফিরেই আউট হয়ে গেছেন এই ব্যাটার। বোলার অসিথা ফার্নান্ডোকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। যাওয়ার আগে অবশ্য করে করেছেন হাফসেঞ্চুরি।

প্রচণ্ড চাপের মধ্যে অসাধারণ সেঞ্চুরি পেয়েছিলেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে একই পরিস্থিতিতে আবারও দাঁড়িয়ে যান লিটন। দুর্দান্ত পারফরম্যান্সে আরেকটি স্মরণীয় ইনিংসের ইঙ্গিত ছিল তার ব্যাটে। কিন্তু লাঞ্চ বিরতির পর খেই হারালেন। দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারেই আউট তিনি। অসিথাকে ফিরতি ক্যাচ দিয়ে ৫২ রানে বিদায় নেন এই উইকেটকিপার ব্যাটার।

সাকিব-লিটনের দৃঢ়তায় লিড

সকাল সকাল বিদায় নিলেন মুশফিকুর রহিম। তাতে শঙ্কার মেঘ আরও জমাট বাঁধে। তবে সাকিব আল হাসান ও লিটন দাসের দৃঢ়তায় ক্রমশই আলোতে ফিরতে থাকে বাংলাদেশ। ইতিমধ্যে শ্রীলঙ্কার রান টপকে দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে স্বাগতিকরা।

আগের দিন ৪ উইকেট হারিয়ে এমনিতেই কোণঠাসা ছিল বাংলাদেশ। এর ওপর শেষ দিনে দ্রুত আরেকটি উইকেট হারিয়ে বসলে চাপ আরও বাড়ে। তবে ক্রিজে এসেই জাদু দেখাতে থাকেন সাকিব। ব্যাট হাতে তিনি চড়াও হয়ে ওঠেন শ্রীলঙ্কার বোলারদের ওপর। খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। অন্যপ্রান্তে লিটন তখন ধরে খেলার মানসিকতায়। তাদের জুটিতে লাঞ্চ বিরতির আগে এসেছে ৯৬ রান।

প্রথম সেশনে হাফসেঞ্চুরিও তুলে নিয়েছেন সাকিব। সকালের সেশনের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফসেঞ্চুরির দেখা পান তিনি। ৬১ বলে মাইলফলকটিতে পৌঁছাতে তিনি মেরেছেন ৭ বাউন্ডারি।

দিনের শুরুতেই মুশফিকের বিদায়

কঠিন বিপদে হাল ধরেছিলেন দলের। অবিশ্বাস্য ব্যাটিংয়ে লজ্জার হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর সঙ্গে বড় সংগ্রহ গড়তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে যখন আবারও দলের একই অবস্থা, তখন তার ওপর প্রত্যাশা বেড়ে যাওয়া স্বাভাবিক। তবে এবার আর পারলেন না মুশফিক। পঞ্চম দিনের শুরুতেই আউট হয়ে গেছেন তিনি।

প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে প্রতিরোধ শুরু করেছিলেন মুশফিক। পরিস্থিতির দাবি মিটিয়ে সত্যিকার টেস্ট মেজাজে ব্যাটিং করে দলকে নিয়ে যান সম্মানজনক জায়গায়। আর ব্যক্তিগত পারফরম্যান্সে খেলেন চোখ জুড়ানো এক ইনিংস। শ্রীলঙ্কা তাকে আউটই করতে পারেনি। খেলেন হার না মানা ১৭৫ রানের ঝলমলে ইনিংস। সেই মুশফিকের হাত ধরে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশা থাকাই স্বাভাবিক। তবে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি।

২৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে চতুর্থ দিনের শেষ সময়টা আগলে রেখেছিলেন তিনি। তবে পঞ্চম দিনে বেশিদূর যেতে পারেননি। সকালে কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। যাওয়ার আগে মুশফিক ৩৯ বলে ৪ বাউন্ডারিতে করেন ২৩ রান।

/কেআর/
সম্পর্কিত
মিরপুরে লঙ্কা-জুজু কাটলো না
দায়িত্বহীন ব্যাটিংয়ে ম্যাচের সঙ্গে সিরিজও গেলো বাংলাদেশের
সাকিব-লিটনের দৃঢ়তায় বাংলাদেশের লিড
সর্বশেষ খবর
বগুড়া শহরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বগুড়া শহরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় আবারও শেখ হাসিনা
ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় আবারও শেখ হাসিনা
এ আর রহমানের গাওয়া ‘কারার ঐ লৌহ কবাট’ গান অনলাইন থেকে সরাতে রিট
এ আর রহমানের গাওয়া ‘কারার ঐ লৌহ কবাট’ গান অনলাইন থেকে সরাতে রিট
দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার: শাহজাহান ওমর
দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার: শাহজাহান ওমর
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
ব্যারিস্টার সুমনের ব্যাংকঋণ সম্পদের চেয়ে আড়াই গুণ
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চায় রাশিয়া
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
ট্যুর প্যাকেজ প্রতারণা, বুকিং মানির নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ
ট্যুর প্যাকেজ প্রতারণা, বুকিং মানির নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ