X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সফর: হাসলো কেবল তামিম-শান্তর ব্যাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২২, ১৪:২৯আপডেট : ১১ জুন ২০২২, ১৪:২৯

বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে। স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে নেমেছে বাংলাদেশ। যদিও প্রথম ইনিংসে ব্যাটিংটা প্রত্যাশামতো হয়নি সফরকারীদের। ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত ছাড়া কেউই রান পাননি। প্রথম দিন শেষে দেশসেরা ওপেনার তামিম ১৪০ রানে অপরাজিত আছেন। অন্যদিকে শান্ত খেলেন ৫৪ রানের ইনিংস। বাকি ব্যাটাররা আসা-যাওয়ায় ছিলেন ব্যস্ত!

সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনায় ছিলেন তামিম। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়ে প্রস্তুতিটা ভালো করেই সারলেন তিনি। বাঁহাতি এই ওপেনার রান পেলেও খালি হাতে ফিরেছেন টেস্ট দলের সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি টপ অর্ডার এই ব্যাটার।

শুধু তিনিই নন, লিটন দাস ও নুরুল হাসান সোহানও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ইয়াসির আলী ১১ রানে রিটায়ার্ট হার্ট হয়েছেন। সব মিলিয়ে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭৪। তামিম ১৪০ ও মোসাদ্দেক হোসেন ৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।  

সাম্প্রতিক আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ১৬২ বলে ১৪ চার ও ১ ছক্কায় তামিম পূর্ণ করেন সেঞ্চুরি। নিশ্চিতভাবেই এই রান মূল ম্যাচে তামিমের আত্মবিশ্বাস বাড়াবে। সেঞ্চুরি করেই থামেননি তিনি, ধীরস্থিরভাবে বড় ইনিংসের দিকে এগিয়ে যাচ্ছেন। ২৪০ বলে ১৯ চার ও ১ ছক্কায় তামিম অপরাজিত আছেন ১৪০ রানে।

কুলিজ ক্রিকেট মাঠে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফিরে যান মাহমুদুল হাসান জয়। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটার। এরপর তামিম ও শান্ত মিলে দ্বিতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়েন। তামিম একপ্রান্ত আগলে রাখলেও শান্ত ৫৪ রান করে আউট হন। ৯৯ বলে ৯ চারে শান্ত নিজের ইনিংসটি সাজিয়েছেন।

শান্ত ফেরার পর মুমিনুলও দ্রুত বিদায় নেন। সাম্প্রতিক সময় রান খরায় ভুগছিলেন মুমিনুল। কিছুটা নির্ভার হতেই শ্রীলঙ্কা সিরিজ শেষ হতেই নেতৃত্ব ছেড়ে দেন এই ব্যাটার। সবার প্রত্যাশা ছিল দায়িত্বের বোঝা কমিয়ে ছন্দে ফিরবেন ‘লিটল মাস্টার’ খ্যাত মুমিনুল। কিন্তু ৬ বল খেলে অফস্পিনার বায়ার্ন চার্লসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

এদিকে মুমিনুলের কাছ থেকে নেতৃত্ব পাওয়া সাকিব আল হাসান দলের সঙ্গে এখনও যোগ দেননি। শনিবার (১১ জুন) যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তৃতীয় দফা টেস্ট দলের নেতৃত্ব পাওয়া সাকিবের।

/আরআই/কেআর/
সম্পর্কিত
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ