X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজ সফর: হাসলো কেবল তামিম-শান্তর ব্যাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২২, ১৪:২৯আপডেট : ১১ জুন ২০২২, ১৪:২৯

বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে। স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে নেমেছে বাংলাদেশ। যদিও প্রথম ইনিংসে ব্যাটিংটা প্রত্যাশামতো হয়নি সফরকারীদের। ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত ছাড়া কেউই রান পাননি। প্রথম দিন শেষে দেশসেরা ওপেনার তামিম ১৪০ রানে অপরাজিত আছেন। অন্যদিকে শান্ত খেলেন ৫৪ রানের ইনিংস। বাকি ব্যাটাররা আসা-যাওয়ায় ছিলেন ব্যস্ত!

সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনায় ছিলেন তামিম। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়ে প্রস্তুতিটা ভালো করেই সারলেন তিনি। বাঁহাতি এই ওপেনার রান পেলেও খালি হাতে ফিরেছেন টেস্ট দলের সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি টপ অর্ডার এই ব্যাটার।

শুধু তিনিই নন, লিটন দাস ও নুরুল হাসান সোহানও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ইয়াসির আলী ১১ রানে রিটায়ার্ট হার্ট হয়েছেন। সব মিলিয়ে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭৪। তামিম ১৪০ ও মোসাদ্দেক হোসেন ৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।  

সাম্প্রতিক আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ১৬২ বলে ১৪ চার ও ১ ছক্কায় তামিম পূর্ণ করেন সেঞ্চুরি। নিশ্চিতভাবেই এই রান মূল ম্যাচে তামিমের আত্মবিশ্বাস বাড়াবে। সেঞ্চুরি করেই থামেননি তিনি, ধীরস্থিরভাবে বড় ইনিংসের দিকে এগিয়ে যাচ্ছেন। ২৪০ বলে ১৯ চার ও ১ ছক্কায় তামিম অপরাজিত আছেন ১৪০ রানে।

কুলিজ ক্রিকেট মাঠে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফিরে যান মাহমুদুল হাসান জয়। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটার। এরপর তামিম ও শান্ত মিলে দ্বিতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়েন। তামিম একপ্রান্ত আগলে রাখলেও শান্ত ৫৪ রান করে আউট হন। ৯৯ বলে ৯ চারে শান্ত নিজের ইনিংসটি সাজিয়েছেন।

শান্ত ফেরার পর মুমিনুলও দ্রুত বিদায় নেন। সাম্প্রতিক সময় রান খরায় ভুগছিলেন মুমিনুল। কিছুটা নির্ভার হতেই শ্রীলঙ্কা সিরিজ শেষ হতেই নেতৃত্ব ছেড়ে দেন এই ব্যাটার। সবার প্রত্যাশা ছিল দায়িত্বের বোঝা কমিয়ে ছন্দে ফিরবেন ‘লিটল মাস্টার’ খ্যাত মুমিনুল। কিন্তু ৬ বল খেলে অফস্পিনার বায়ার্ন চার্লসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

এদিকে মুমিনুলের কাছ থেকে নেতৃত্ব পাওয়া সাকিব আল হাসান দলের সঙ্গে এখনও যোগ দেননি। শনিবার (১১ জুন) যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তৃতীয় দফা টেস্ট দলের নেতৃত্ব পাওয়া সাকিবের।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সাকিবের ‘অভিযোগ’ নিয়ে তামিম বললেন, ‘ব্যাপারটা ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে’
হাথুরুসিংহেকে অপসারণের চেষ্টায় ভূমিকা ছিল তামিমের!
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক