X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

মুমিনুল-শান্তর বিকল্প কি সত্যিই আছে?

রবিউল ইসলাম
২০ জুন ২০২২, ১৯:৩৫আপডেট : ২০ জুন ২০২২, ১৯:৫১

ঘুরে ফিরে সেই একই গল্প- টপ অর্ডারের ব্যর্থতা। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক তো ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। ব্যাটিং অর্ডারের তিন, চারে খেলা এই দুই জনের ব্যর্থতা দলকেও ডোবাচ্ছে বেশি। লম্বা সময় ধরে তাদের ব্যাটে রান নেই। এ অবস্থায় তাদের বিশ্রাম দেওয়ার চিন্তাভাবনাও চলছে। কিন্তু বাস্তবতা দেখে পাশাপাশি এই প্রশ্নও উঠছে—মুমিনুল-শান্তর বিকল্প কি সত্যিই আছে? আবার এত ব্যর্থতা সত্ত্বেও তাদের বারবার সুযোগ দেওয়ায় টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। সব মিলিয়ে অকূল সাগরে ভাসছে টিম ম্যানেজমেন্ট!

অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসে টপঅর্ডার ব্যর্থ হওয়ায় স্কোরবোর্ডে যথেষ্ট রান ওঠেনি। ফলে বোলাররা চেষ্টা করেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি। শান্ত-মুমিনুলের ব্যর্থতার মিছিল লম্বা হচ্ছেই। কোনোভাবেই তারা ছন্দে ফিরতে পারছেন না। শান্ত টানা ৫ ইনিংস পর অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। আরও পেছনে গেলে ব্যর্থতার তালিকা লম্বা হবে। চলতি বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জেতা ম্যাচে শান্ত খেলেছিলেন ৬৪ রানের ইনিংস। এরপর ১২ ইনিংস খেললেও ব্যাটে ছিল না কোনও হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস বলতে ৩৮ রান, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

অপর দিকে ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই বাজে ফর্ম শুরু মুমিনুলের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচেই কেবল ৮৮ রানের বড় ইনিংস খেলেছিলেন। কিন্তু পরের ১৭ ইনিংসের স্কোর দেখলে মুমিনুলকে নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ৬, ০, ১, ৭, ৮৮, ১৩*, ০, ৩৭, ০, ২, ৬, ৫, ২, ৯, ০, ০, ৪। তাই সব মিলিয়ে মুমিনুল ছিলেন প্রচণ্ড চাপে। ব্যাটিংয়ে মনোযোগী হতে শেষ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন। কিন্তু নেতৃত্বের চাপ থেকে মুক্তি পেয়ে ব্যাটিং ব্যর্থতার শৃঙ্খল ছিন্ন করতে পারলেন কই? অ্যান্টিগা টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন মাত্র ৪ রানে।

মুমিনুল-শান্তর এই ব্যর্থতায় আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট করে ফুটে উঠছে। তাই তো দুই জনকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গটি বেশ ভালো করেই চর্চিত হচ্ছে। এখন সত্যিই কি তাদের বিশ্রাম দেওয়ার সুযোগ আছে? বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সত্যি কথা বলতে আমি তেমনটা মনে করছি না। বিশ্রাম দিয়ে যদি খেলানো হয়, তাহলে তাদের বিকল্প লাগবে। আমাদের কি বিকল্প আছে? এমন সুযোগ নেই। তাদের পরিবর্তে যারা আসবে, তারাও যে ভালো করবে গ্যারান্টি নেই। আমি মনে করি এখানে ভূমিকা রাখতে হবে কোচিং স্টাফদের, টিম ম্যানেজমেন্টকে। শান্ত-মুমিনুলের সমস্যাগুলোকে চিহ্নিত করে তাদের নিয়ে কাজ করা জরুরি।’

যদিও অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রাম প্রসঙ্গটি মুমিনুলের হাতেই ছেড়ে দিতে চান। সঙ্গে এটাও বলেছেন, পরিবর্তন করলেই যে ভালো কিছু হবে এর কোনও নিশ্চয়তা নেই, ‘ও (মুমিনুল) যদি মনে করে যে হ্যাঁ ওর ব্রেক দরকার আছে, সেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে একটা ম্যাচ শেষ হওয়ার পর কোনও সিদ্ধান্ত নেওয়া বা কোনও কিছু চিন্তা করাটা আদর্শ মনে করি না। বেশি পরিবর্তন করলে খুব বেশি যে ভালো কিছু হবে, সেটার নিশ্চয়তাও আপনি দিতে পারবেন না।’

ইয়াসির আলীর ইনজুরিতে হুট করেই টেস্ট দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। তবে ৮ বছর ধরে জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেট খেলেন না এই ব্যাটার। স্থানীয় কোচ সারোয়ার ইমরান মনে করেন, শান্তর বিকল্প হিসেবে এনামুলকে বিবেচনা করা যেতে পারে। তবে মুমিনুলের বিকল্প তিনি দেখেন না। বাংলা ট্রিবিউনকে এই কোচ বলেছেন, ‘আমাদের জাতীয় দলের মূল ক্রিকেটারদের তো সাহস থাকতে হবে। যারা ভালো খেলে তাদের সাহস সবসময়ই থাকে। বাইরের দলের টেস্টগুলো যদি দেখি ওরা কত কঠিন বল খেলছে, বল ছেড়ে দিচ্ছে, বল নষ্ট করছে; তবু উইকেট দিচ্ছে না। আমাদের ব্যাটাররা তো ক্রিজে গিয়েই সহজে উইকেট দিয়ে আসছে। আমি মনে করি, চার নম্বরে মুমিনুলের বিকল্প হিসেবে কেউ নেই। তবে টিম ম্যানেজমেন্ট যদি মনে করে তাহলে শান্তর জায়াগায় এনামুলকে খেলাতে পারে।’

অ্যান্টিগা টেস্ট হেরে সাকিব তো স্পষ্ট করেই বলে দিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের টেকনিকে সমস্যার কথা। ব্যর্থ ক্রিকেটারদের নিজেদের পথে ফিরে আসতে উপায় খোঁজার কথা জানিয়েছেন অধিনায়ক, ‘টেকনিক্যালি দক্ষ এমন খেলোয়াড় খুব বেশি আছে আমাদের, তা মনে হয় না। দলে যারা আছে সবারই টেকনিক্যাল সমস্যা আছে। তাদের উপায় খুঁজে বের করতে হবে কীভাবে রান করতে হবে, ক্রিজে থাকতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।’

একটি করে টেস্ট যায়, আর হতাশা-আক্ষেপ বাড়ে বাংলাদেশের। পরের টেস্টের জন্য হয় নতুন পরিকল্পনা। কিন্তু ফল ওই একই। টানা সাত টেস্ট ধরে এই একটা সমস্যার সমাধান হচ্ছেই না। দ্বিতীয় টেস্টে বিশ্রাম দিয়ে হোক আর শান্ত-মুমিনুলদের ওপর আস্থা রেখেই হোক, তাদের রানে ফেরাটা জরুরি। সেটি না হলে সেন্ট লুসিয়া টেস্টেও একই গল্পের পুনরাবৃত্তি হবে!

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
রংপুরে যোগ দিয়ে মুমিনুল, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো’
আপনারা হয়তো প্রতি ম্যাচে দুইশ আশা করেন: মুমিনুল
২৯ ইনিংস পর মুমিনুলের সেঞ্চুরি
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়