X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

তাসকিনকে নিয়ে সুখবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ১৯:০৬আপডেট : ২১ জুন ২০২২, ১৯:০৬

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে কেবল ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। তবে নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টিও খেলতে পারেন এই পেসার। তাসকিন-ভক্তদের জন্য সুখবর। বোলিংয়ে কোনও ধরনের অস্বস্তি অনুভব করছেন না তিনি। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে তাসকিনের টি-টোয়েন্টি খেলার সম্ভাবনা আরও জোরালো হলো।

কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে হঠাৎ কোমরে ব্যথা অনুভব করেছিলেন তাসকিন। মূলত বোলিংয়ের সময় ব্যথা বেশি বোধ করতেন। তবে এই মুহূর্তে ব্যথা নেই। স্বচ্ছন্দেই বোলিং করতে পারছেন এই পেসার। আজ (মঙ্গলবার) মিরপুরে বেশ কয়েক ওভার বোলিং করেছেন তিনি। কোনও ধরনের ব্যথা অনুভব করেননি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

ডানহাতি পেসারের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, ‘পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকাকালীন বোলিং করতে গিয়ে কোমরে ব্যথা অনুভব করছিলেন তাসিকন। পূর্বসতর্কতা হিসেবে আমরা তাকে তিন দিন বিশ্রাম নিতে বলেছিলাম। বিশ্রামের পর আজ (মঙ্গলবার) আবারও বোলিং শুরু করেছেন তিনি। বোলিংয়ে খুব ভালো অনুভব করেছেন এই পেসার। আশা করি, সামনে কোনও সমস্যা হবে না। তার ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও কোনও দুচিন্তা নেই।’

সব ঠিকঠাক থাকলে ২৩ জুন ক্যারিবিয়ান অঞ্চলের বিমান ধরবেন তাসকিন। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে আছেন তিনি। বিসিবি আনুষ্ঠানকভাবে না জানালেও জানা গেছে, টি-টোয়েন্টি দলেও তাসকিনকে রাখার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

কাঁধের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট থেকে ছিটকে গিয়ে দেশে ফিরে আসেন তাসকিন। একই ইনজুরিতে খেলা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। এবার খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও। সবকিছু ঠিক থাকলে সীমিত ওভারের ক্রিকেটে দেখা যাবে এই পেসারকে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
অনিশ্চয়তায় বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডার, এশিয়া কাপ 
সর্বশেষ খবর
র‌্যাব বিলুপ্ত নাকি পুনর্গঠন, সিদ্ধান্তে কমিটি
র‌্যাব বিলুপ্ত নাকি পুনর্গঠন, সিদ্ধান্তে কমিটি
ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক
ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক
কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত
কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত
কাস্টমস ও বন্দরের হয়রানির কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কমেছে
কাস্টমস ও বন্দরের হয়রানির কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কমেছে
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা