X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মুশফিকের ফেসবুক পোস্ট নিয়ে যা বললেন সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ২০:০৮আপডেট : ২৫ জুলাই ২০২২, ২০:১৪

বাংলাদেশের ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন বরাবরই আছে। নানা সময়ে নানা কারণে অপেশাদার আচরণ করার ঘটনা অনেক। সাম্প্রতিক সময়ে ফেসবুকে মুশফিকুর রহিমের দুটি পোস্ট নিয়ে সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুশফিককে বিশ্রাম দেওয়ার পর উইকেটকিপার এই ব্যাটারের পোস্ট আলোচনা-সমালোচনার খোরাক জোগাচ্ছে। এই পরিস্থিতিতে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ক্রিকেটারদের কাছ থেকে আরও পেশাদার আচরণ প্রত্যাশা করেন।

সম্প্রতি মুশফিক নিজের ফেসবুক পেজে রহস্যময় দুটি পোস্ট দেন। প্রথম পোস্টে রানিংয়ের একটি ভিডিও আপলোড করে ক্যাপশন দেন, ‘আমি যখন উঠে অনুশীলন করি, তখন আপনাদের অনেকেই ঘুমিয়ে থাকেন।’ দ্বিতীয়টি ড্রেসিং রুমে গা এলিয়ে দুই চোখ বন্ধ করা ছবি। যে ছবিটি বেশ কিছু ইমোজি ব্যবহার করে ফেসবুক পেজে আপলোড করেন। মনে হওয়াটা অস্বাভাবিক নয় জিম্বাবুয়ে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামের সিদ্ধান্তকে রীতিমতো কটাক্ষ করছেন মুশফিক!

দুটি পোস্টেই প্রবল সমালোচনার শিকার হয়েছেন মুশফিক। এসব বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়ে টিম ডিরেক্টর সুজন বলেছেন, ‘আমার মনে হয়, এটা অনেকের ব্যক্তিগত ব্যাপার। আমি এসব নিয়ে মন্তব্য করতে পারি না। কিন্তু আমি আজকে (সোমবার) ছেলেদের একটা পরিষ্কার বার্তা দিয়েছি যে, পেশাদারিত্ব তৈরি করতে হবে। আমাদের পেশাদার হতে হবে। আমাদের ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের অনেকের মন খারাপ হতে পারে। বাদ পড়লে মন খারাপ হবে স্বাভাবিক। দলে ঢুকলে খুশি লাগে। ভালো খেললে ভালো লাগে, খারাপ খেললে খারাপ লাগে।’

সুজন আরও বলেছেন, ‘আমি যেমন পেশাদার। আমার চাকরির খবর তো বাসায় যায় না, বা বাসার খবর তো চাকরির জায়গায় এসে জানাই না যে, আজকে আমি আমার বউয়ের সাথে ঝগড়া করে এসেছি। এখানে বিষয়টা একইরকম। আমরা কীভাবে পেশাদার হতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ।’

বড় দল হয়ে উঠতে গেলে দলের সংস্কৃতি তৈরি করা, সেই সংস্কৃতি ধারণ করা এবং নিজেদের দায়িত্ববোধের পরিচয় দেওয়া প্রয়োজন বলে মনে করেন সাবেক এই অধিনায়ক, ‘ক্রিকেট একটা মনস্তাত্ত্বিক খেলা, এখানে সবচেয়ে বেশি মানসিক চাপ আসে। আমরা কেন ভালো খেলি না? মানসিক দুর্বলতার কারণেই তো এমন হয়। আমার কথা হচ্ছে, যতদিন পর্যন্ত এসব সংস্কৃতি আমরা তৈরি করতে পারবো না, ততদিন পর্যন্ত ভালো একটা দল হয়ে উঠতে পারবো না।’

ড্রেসিং রুমের খবর বাইরে যাওয়া উচিত নয় বলে মনে করেন টিম ডিরেক্টর, ‘আমাদের ক্রিকেট একটা পরিবার, এখানকার কথাগুলো বাইরে যাওয়াটাও একটা ভুল বার্তা দেয়। সেটা যে-ই দিচ্ছে বা যারা-ই দিচ্ছে এটা ভালো না, স্বাস্থ্যকর না। আমরা এসব নিয়েও কথা বলেছি। আমার মনে হয় যে, এটা আমাদের সংস্কৃতি গড়ে তোলার সময়।’

সুজন আশা করছেন, বাংলাদেশের ক্রিকেটাররা ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের পেশাদারিত্বের উন্নয়ন ঘটাবেন, ‘মানুষই তো ভুল করে, ভুল থেকে শেখে। আমি মনে করি, আজকের পর থেকে এগুলো আর হবে না। সবাই দায়িত্বশীল, যারাই বাংলাদেশ দলে খেলে। তারা দেশের ক্রিকেটের আইকন, দেশের আইকন। যেমন নুরুল হাসান সোহানকে শুধু দেশে না দেশের বাইরেও মানুষ চেনে। সুতরাং তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে বুঝবে। খেলাটা শুধু মাঠের না, মাঠের বাইরেও অনেক খেলা আছে। সে জায়গাগুলোতেও আমাদের ভালোভাবে সামলে নিতে হবে, খুব সাবধানে সামলাতে হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ডাবল সেঞ্চুরি না হলেও রেকর্ডবুকে মুশফিক
বৃষ্টির পর এলোমেলো বাংলাদেশের ৪৮৪ রানে দিন শেষ
অভিজ্ঞতার মূল্য কতখানি দিচ্ছেন মুশফিক? 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক