X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলা হচ্ছে না মোস্তাফিজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২২, ২৩:১৪আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৩:০০

বাংলাদেশ দলের তাবু যেন হাসপাতালে পরিণত হয়েছে! একের পর এক ইনজুরির খবর আসছে। ইতোমধ্যে নুরুল হাসান সোহান ও লিটন দাস সিরিজ থেকেই ছিটকে গেছেন। একই ম্যাচে লিটনের সঙ্গে ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও মুশফিকুর রহিম। শরিফুল-মুশফিক ম্যাচ খেলার মতো হলেও দ্বিতীয় ম্যাচ খেলার মতো অবস্থায় নেই মোস্তাফিজ। এ কারণে কাটার মাস্টারকে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।

শনিবার রাতে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি। তিনি বলেন, ‘আজ আমরা মুশফিক, শরিফুল ও মোস্তাফিজকে পর্যবেক্ষণ করেছি। মুশফিকের হাতে আমরা কোনও চিড় পাইনি। সফট টিস্যু আছে। শরিফুলের আমরা বড় ধরনের কিছু পাইনি। মোস্তাফিজের এমআরআইতেও খারাপ কিছু আসেনি।’

জিম্বাবুয়ে সফরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি সিরিজ হারের মধ্যেই অধিনায়ক নুরুল হাসান সোহান ছিটকে গেছেন। ওয়ানডে সিরিজে এক ম্যাচে চার জন ইনজুরি আক্রান্ত হয়েছেন। প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাটিং করা লিটনকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান তিনি। তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। একই ম্যাচে চোট পান মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। 

ব্যাটিংয়ের সময় বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান মুশফিক। অন্যদিকে ক্যাচ নিতে গিয়ে চোট পান শরিফুল। মোস্তাফিজ গোড়ালির চোটে আক্রান্ত। যদিও তাদের চোট গুরুতর নয়। তবে শরিফুল-মুশফিককে দ্বিতীয় ম্যাচের জন্য বিবেচনা করলেও মোস্তাফিজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, ‘কালকের ম্যাচে শরিফুল ও মুশফিক ভাই আছেন। মোস্তাফিজকে হয়তো আমরা কালকের ম্যাচে বিশ্রাম দেব। পরের ম্যাচে তিনি এভেইলেবল হবেন।’

চোটে জর্জরিত বাংলাদেশ বাধ্য হয়ে সিরিজের মাঝপথে ঢাকা থেকে উড়িয়ে নিতে হয়েছে নাঈম শেখ ও এবাদত হোসেনকে। তারা দুজন আজ (শনিবার) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জিম্বাবুয়ের বিমানে ওঠেছেন। রবিবার দ্বিতীয় ম্যাচে তাদের খেলার সম্ভাবনা ক্ষীণই।

 

/আরআই/আইএ/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ