X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

তবুও অধিনায়ক সাকিব, কেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ০৯:৫৬আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৯:৫৬

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা বিসিবিকে না জানানোয় শাস্তি পেতে হয়েছিল সাকিব আল হাসানকে। এমন ভুলে নেতৃত্বও হারান বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার। নিষিদ্ধ হওয়ার দিনে আইসিসি জানিয়েছিল, শুধু গোপনই নয়, জুয়াড়িদের সঙ্গে আলোচনার বেশ কিছু কথোপকথন মুছে ফেলেন সাকিব! সাকিবের শাস্তি হয়েছিল কেবল ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায়। সেই সাকিবকে দ্বিতীয় দফায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট অধিনায়ক করা হয়। তখন এতটা আলোচনা হয়নি। গত দুদিনে বেটউইনার-বিতর্কের পরও সাকিবকে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়ায় সমালোচনার শিকার হতে হচ্ছে বিসিবিকে।

অস্ট্রেলিয়ায় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার বল টেম্পারিং করেই সারাজীবনের জন্য নেতৃত্ব হারিয়েছেন। আর সেখানে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করাসহ বেটিং সাইটের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার মতো কর্মকাণ্ড করেও সাকিবকে দুই ফরম্যাটের নেতৃত্ব দেওয়া হয়েছে।

যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান স্পষ্ট করেই বলেছেন, স্পট ফিক্সিংয়ের আগের অভিযোগ, বেটিং সাইটের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া-সবকিছুই আলোচনা করেই তারা সাকিবকে নেতৃত্ব দিয়েছেন। জালাল ইউনুস এ প্রসঙ্গে বলেন, ‘সাকিব স্টিল আমাদের সেরা খেলোয়াড়। আমরা তাকে ওন করি। সে আমাদের বোর্ডের বা দেশের বাইরের কেউ না। সে বলেছে, হি হ্যাড মেইড আ মিসটেক। তাকে বলা হয়েছে এই রকম ভুল যেন আর না করে। সেও বলেছে, হ্যাঁ ঠিক আছে। সেখানে আমরা বিষয়টি শেষ করে দিয়েছি।’

সাকিবের এমন বিতর্ক এইবারই প্রথম নয়। ক্যারিয়ারে বহুবার তিনি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে বোর্ডের কাছে ক্ষমা চেয়ে পার পেয়ে গেছেন। বিসিবির নিয়ম ভঙ্গ করে কিছু করলেই ক্রিকেটারদের শাস্তি পেতে হয়। সাকিব কী তাহলে বেঁচে যাচ্ছেন। জালাল ইউনুস জানিয়েছেন, অসম্ভব! আগামী বোর্ড মিটিংয়ে সাকিবের বেটিং সাইটের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি তোলা হবে। যেহেতু আমাদের অনুমতি ছাড়া চুক্তি করেছে এ ব্যাপারে (শাস্তি বা কারণ দর্শানো) পরবর্তী বোর্ড সভায় আলোচনা করা হবে।

সাকিব ইস্যুতে বরাবরের মতো বিসিবি এবারও দ্বৈতনীতি বাস্তবায়ন করলো! জালাল ইউনুস একবার জানালেন সেরা প্লেয়ার হলেই বিসিবির কম্প্রোমাইজ করা উচিত নয়। পরক্ষণেই সাকিবের বক্তব্যে আশ্বস্ত হয়ে বাঁহাতি এই অলরাউন্ডারকে ক্ষমা করে দিলো বিসিবি। জালাল ইউনুস নিজ মুখে বলছেন সাকিবের সঙ্গে কম্প্রোমাইজ করা উচিত হয়নি, পরক্ষণেই আবার সুর পাল্টাছেন, ‘সেরা খেলোয়াড় হলেই, শৃঙ্খলা বা কোড অব কন্ডাক্ট ভাঙলে কম্প্রোমাইজ করা ঠিক না। হয়তো এটা কম্প্রোমাইজ করা উচিত হয়নি। দলের স্বার্থে…যেহেতু সে বলেছে সামনে এরকম কিছু করবে না। আমরা আশা করি সামনে রিপিট কিছু হবে না। এই চিন্তা মাথায় রেখে আমাদের এই সিদ্ধান্ত।’

তরুণ ক্রিকেটার হলে এমন কর্মকাণ্ড এতোটা প্রশ্নবিদ্ধ হতো না মোটেই। ১৬ বছর ধরে সাকিব যেখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলে বেড়াচ্ছেন, তার কী করে এমন ভুল হয়। টেস্টের অধিনায়কত্ব পাওয়ার পর সাকিবের এমন ভুল মোটেই সমর্থনযোগ্য নয়। বিশেষ করে যখন আবার তিনি আরও একটি ফরম্যাটে নেতৃত্ব পাওয়ার অপেক্ষায় ছিলেন। যা কেবল আইনবিরুদ্ধই নয়, নৈতিকতার দিক থেকেও ঘোরতর অন্যায়। ক্যারিয়ারে আর কত এমন ভুল করে থামবেন সাকিব?

/আরআই/এমআর/ইউএস/
সম্পর্কিত
সাকিব আমার কথা শুনলে এখন রাজপথে বিচরণ করতো: মেজর হাফিজ
সাকিব কীভাবে একটি ‘বাজে’ দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
যদি নিরাপত্তা নিশ্চিত করা হয়, দেশে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত: সাকিব 
সর্বশেষ খবর
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
তারকাদের মা দিবস…
তারকাদের মা দিবস…
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ