X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সেমিফাইনালের স্বপ্ন আরও উজ্জ্বল নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২২, ১৩:৫৩আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৬:৫৭

কাগজে-কলমে হয়নি, তবে নিউজিল্যান্ডের সেমিফাইনাল একরকম নিশ্চিত। আজ (শুক্রবার) আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে এক পা দিয়ে রেখেছে কিউইরা।

অ্যাডিলেড ওভালে কেন উইলিয়ামসনের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান করে নিউজিল্যান্ড। কঠিন সেই লক্ষ্যে ৯ উইকেটে ১৫০ রান করতে পারে আইরিশরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো কিউইরা। গ্রুপ পর্বের ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭, নেট রানরেট ২.১১৩। এক ম্যাচ কম খেলা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ধরে ফেলার সুযোগ আছে তাদের। দুই দলেরই ৫ পয়েন্ট তবে নেট রানরেটে বেশ পিছিয়ে। দুইয়ে থাকা ইংল্যান্ডের রানরেট ০.৫৪৭ ও তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার -০.৩০৪।

অ্যাডিলেডের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড দারুণ শুরু পায়। ফিন অ্যালেন ১৮ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৩২ রান। আরেক ওপেনার ডেভন কনওয়ের ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৮।

যদিও কিউইদের রান বাড়ার পেছনে সবচেয়ে বড় অবদান উইলিয়ামসনের। এই ব্যাটার ৩৫ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ৬১ রানের ঝড়ো ইনিংস। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। এছাড়া ড্যারেল মিচেলের অবদানও যথেষ্ট। ২১ বলে ২ চারে ৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৭ রান করেন গ্লেন ফিলিপস।

আয়ারল্যান্ডের সবচেয়ে সফল বোলার জশ লিটল। এই পেসার শেষ দিকে হ্যাটট্রিক করেছেন। টানা তিন বলে তার শিকার উইলিয়ামসন, জিমি নিশাম ও মিচেল স্যান্টনার।

১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৮ রান তুলে ফেলেন পল স্টার্লিং ও অ্যান্ডি বালবার্নি। তবে বালবার্নি ২৫ বলে ৩০ করে বিদায় নেওয়ার পরপরই ফিরে যান স্টার্লিং। ২৭ বলে তার ৩৭ রান। ওপেনিংয়ে শক্ত ভিত পাওয়ার পরও পরের দিকের ব্যাটারদের ব্যর্থতায় জয়ের স্বপ্ন মিলিয়ে যায় আইরিশদের। জর্জ ডকরেলের ১৫ বলে ২৩ রান হারের ব্যবধান যা কমিয়েছে।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার লকি ফার্গুসন। এই পেসার ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। আর ২টি করে উইকেট টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ইশ সোধির।

/কেআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপযুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
ক্রিকেটের ‘প্রথম মডিউলার’ স্টেডিয়ামে হবে ভারত-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
সর্বশেষ খবর
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপযুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
জাবালিয়ায় হামাসের শক্ত ঘাঁটিতে প্রবেশ ইসরায়েলের, অগ্রগতি নেই রাফায়
জাবালিয়ায় হামাসের শক্ত ঘাঁটিতে প্রবেশ ইসরায়েলের, অগ্রগতি নেই রাফায়
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!