X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ফাইনালের লড়াইয়ে আছেন তারাও!

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২২, ১৩:০৫আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৩:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় তোলে দুটি টুইট। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া দলের অবিশ্বাস্য জয়ের পর পাকিস্তানকে উদ্দেশ্য করে টুইট করে লিখেছিলেন, ‘কী দুর্দান্ত জয়। জিম্বাবুয়ে তোমাদের অভিনন্দন। পরেরবার আসল মিস্টার বিনকে পাঠাবে।’

স্বাভাবিকভাবেই ক্রিকেট ভক্তদের কাছে বিষয়টি অপ্রাসঙ্গিক লাগতে পারে। কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে জিম্বাবুয়ের আবেগ। যেটা টের পাওয়া যায় সুপার টুয়েলভে জিম্বাবুয়ে-পাকিস্তান ম্যাচের আগ দিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের অনুশীলনের ছবি টুইটারে পোস্ট করতেই এক জিম্বাবুয়ে ভক্তের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠে, ‘আমরা জিম্বাবুইয়ানরা তোমাদের কখনো ক্ষমা করবো না। একবার আসল মিস্টার বিন রোয়ানকে হাজির না করে ভুয়া পাকিস্তানি বিনকে নিয়ে এসেছিলে। কাল এর শোধ নেওয়া হবে। প্রার্থনা করো যাতে বৃষ্টি না নামে।’

যে ঘটনা নিয়ে টুইটারে এত আলোচনা, সেটি মূলত ২০১৬ সালের। পাকিস্তানের কমেডিয়ান আসিফ মোহাম্মদ হারারেতে একটি শো করেছিলেন। তিনি দেখতে অবিকল মিস্টার বিন চরিত্রের ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মতোই। আসিফ মূলত পাকিস্তানি কমেডিয়ান হলেও তিনি পাক বিন বলেই পরিচিত।

কিন্তু জিম্বাবু্য়ের লোকেরা তাকে আসল মিস্টার বিন মনে করে ২০১৬ সালের একটি শোতে গিয়েছিলেন। প্রতারিত হওয়ায় সেখান থেকে বলা যায় রাগ পুষে রেখেছিল তারা।

অবশ্য সিকান্দার রাজারা দেশের হয়ে তার প্রতিশোধ নিলেও নকল মিস্টার বিন কিন্তু আবারও ফাইনালে আলোচনার জন্ম দিয়েছেন। কারণ পাকিস্তানের প্রতিপক্ষ যে আসল মিস্টার বিনের দেশেরই লোক। নতুন ফর্মে তাই নকল মিস্টার বিন আবারও চলে এলেন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালটা এখন আসল আর নকল মিস্টার বিনেরও লড়াই।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু মিম (meme) ছড়িয়েছে। সেখানে বাবর আজম আর জশ বাটলারের চেহারা প্রতিস্থাপিত হয়েছে আসল আর নকল মিস্টার বিন দিয়ে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে না থেকেও আলোচনায় আছেন তারা।

/এফআইআর/        
সম্পর্কিত
নাসাউ পিচ পেলো ‘অসন্তোষজনক’ রেটিং
বড় অঙ্কের বোনাস ফিরিয়ে দিয়ে অর্ধেক নিলেন দ্রাবিড়!
বিশ্বকাপে না খেলেও জয়সওয়াল, চাহালরা পাচ্ছেন ৫ কোটি রুপি
সর্বশেষ খবর
ব্যবসায়ীর ওপর হামলা করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ব্যবসায়ীর ওপর হামলা করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বিনিয়োগে দেশি উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর
বিনিয়োগে দেশি উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
কোরবানির চামড়ার ব্যবস্থাপনায় ১৭ সদস্যের কমিটি
কোরবানির চামড়ার ব্যবস্থাপনায় ১৭ সদস্যের কমিটি
সর্বাধিক পঠিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার