X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফাইনালের লড়াইয়ে আছেন তারাও!

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২২, ১৩:০৫আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৩:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় তোলে দুটি টুইট। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া দলের অবিশ্বাস্য জয়ের পর পাকিস্তানকে উদ্দেশ্য করে টুইট করে লিখেছিলেন, ‘কী দুর্দান্ত জয়। জিম্বাবুয়ে তোমাদের অভিনন্দন। পরেরবার আসল মিস্টার বিনকে পাঠাবে।’

স্বাভাবিকভাবেই ক্রিকেট ভক্তদের কাছে বিষয়টি অপ্রাসঙ্গিক লাগতে পারে। কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে জিম্বাবুয়ের আবেগ। যেটা টের পাওয়া যায় সুপার টুয়েলভে জিম্বাবুয়ে-পাকিস্তান ম্যাচের আগ দিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের অনুশীলনের ছবি টুইটারে পোস্ট করতেই এক জিম্বাবুয়ে ভক্তের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠে, ‘আমরা জিম্বাবুইয়ানরা তোমাদের কখনো ক্ষমা করবো না। একবার আসল মিস্টার বিন রোয়ানকে হাজির না করে ভুয়া পাকিস্তানি বিনকে নিয়ে এসেছিলে। কাল এর শোধ নেওয়া হবে। প্রার্থনা করো যাতে বৃষ্টি না নামে।’

যে ঘটনা নিয়ে টুইটারে এত আলোচনা, সেটি মূলত ২০১৬ সালের। পাকিস্তানের কমেডিয়ান আসিফ মোহাম্মদ হারারেতে একটি শো করেছিলেন। তিনি দেখতে অবিকল মিস্টার বিন চরিত্রের ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মতোই। আসিফ মূলত পাকিস্তানি কমেডিয়ান হলেও তিনি পাক বিন বলেই পরিচিত।

কিন্তু জিম্বাবু্য়ের লোকেরা তাকে আসল মিস্টার বিন মনে করে ২০১৬ সালের একটি শোতে গিয়েছিলেন। প্রতারিত হওয়ায় সেখান থেকে বলা যায় রাগ পুষে রেখেছিল তারা।

অবশ্য সিকান্দার রাজারা দেশের হয়ে তার প্রতিশোধ নিলেও নকল মিস্টার বিন কিন্তু আবারও ফাইনালে আলোচনার জন্ম দিয়েছেন। কারণ পাকিস্তানের প্রতিপক্ষ যে আসল মিস্টার বিনের দেশেরই লোক। নতুন ফর্মে তাই নকল মিস্টার বিন আবারও চলে এলেন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালটা এখন আসল আর নকল মিস্টার বিনেরও লড়াই।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু মিম (meme) ছড়িয়েছে। সেখানে বাবর আজম আর জশ বাটলারের চেহারা প্রতিস্থাপিত হয়েছে আসল আর নকল মিস্টার বিন দিয়ে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে না থেকেও আলোচনায় আছেন তারা।

/এফআইআর/        
সম্পর্কিত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
বিশ্বকাপে আবারও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য হাহাকার
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই বিদায় বলবেন ওয়ার্নার 
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা