X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

লিটন এখন বাংলাদেশ দলের মূল ব্যাটার: রনি

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
৩০ মার্চ ২০২৩, ২০:৪৫আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২১:২০

টি-টোয়েন্টিতে গত দুই বছর ধরে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও সাফল্য মিলছিল না। হুট করে ইংল্যান্ড সিরিজে নিয়ে আসা হয় রনি তালুকদারকে। ব্যস! এরপর থেকেই টি-টোয়েন্টিতে রনি তালুকদার-লিটন দাসের ওপেনিং জুটি আশা দেখাচ্ছে। বুধবার লিটনও অকপটে স্বীকার করেছেন, সঙ্গী বদলেই পাল্টে গেছে ওপেনিং জুটির পারফরম্যান্স। তবে রনি কৃতিত্ব দিচ্ছেন শুধু লিটন দাসকেই। বৃহস্পতিবার বলেছেন, শুধু ওপেনার হিসেবেই নয়, এখন বাংলাদেশের মূল ব্যাটার লিটন।

গত বছর সব সংস্করণ মিলে সারা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল তার। এই বছরও ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সবশেষ ৬ ইনিংসের চারটিতে হাফসেঞ্চুরি পেয়েছেন। গত ম্যাচে তো মাত্র ১৮ বলে ফিফটি করে দেশের দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন।

বৃহস্পতিবার বিশ্রামের দিনে টিম হোটেলে সতীর্থ লিটনকেই প্রশংসায় ভাসালেন রনি, ‘আমি মনে করি ও (লিটন) এখন বাংলাদেশ দলের মূল ব্যাটার। তার সঙ্গে ব্যাটিং করতে পারা অনেক আনন্দের ব্যাপার। আমরা সবসময় চেষ্টা করি স্ট্রাইক রোটেট করতে। ওর সঙ্গে ব্যাটিং করলে মনে হবে না যে কীভাবে রান হচ্ছে৷ বরং ওর ব্যাটিং দেখলে মনে হয়, ব্যাটিংটা দেখেই যাই। তাকে দেখে অনেক কিছু শেখারও আছে।’

আগ্রাসী লিটনের সঙ্গে ব্যাট করার সুবিধাও পাচ্ছেন রনি। কীভাবে সেটি উল্লেখ করে তিনি বলেছেন, ‘দেখেন এই জিনিসটায় প্রতিটা ব্যাটসম্যানেরই একই উত্তর থাকবে। আমিও চাই যখন অ্যাগ্রেসিভ খেলি, আমার পার্টনারও যেন একই রকম খেলে। এটা দুজনের জন্যই সহজ হয়ে যায়। তখন একটা লম্বা ইনিংস খেলার জন্য… খুবই জরুরি বলে মনে করি। সেজন্য লিটনের সঙ্গে ব্যাটিং করতে পারা... বললাম না কখন স্কোরবোর্ডে রান হচ্ছে বোঝাই যায় না।’

দুই সিরিজ আগেও যেখানে বাংলাদেশের গলার কাঁটা ছিল ডট বল। সেখানে এখন অন্য এক বাংলাদেশেরই দেখা মিলছে। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে ১৭ ও পরের ম্যাচে কেবল ২৩টি ডট বল এসেছে। অথচ আগে প্রতি ম্যাচে ৪৫ থেকে ৫৫টি ডটবল অহরহ দেখা যেত। রনি জানিয়েছেন, পরিকল্পনা করে ব্যাটিংয়ের কারণেই ডট বল কম হচ্ছে, ‘টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, আপনি যদি স্ট্রাইক রোটেট করে খেলতে পারেন, ব্যাটসম্যানের দিক থেকে প্রেসার রিলিজ হয়ে যায়। তো আমরা ওটাই চেষ্টা করছিলাম প্রতি বলে রান নেবো। যদি ইন্টেন্ট পজিটিভ থাকে, তাহলে আপনি এটা করতে পারবেন। আমরাও চেষ্টা করছিলাম।’

দুজনের ভালো জুটির কারণ হিসেবে রনি বলেছেন, ‘আমাদের কোনও টার্গেট সেট করা ছিল না। বল বাই বল খেলার চেষ্টা করেছি। বলের মেরিট অনুযায়ী খেলবো, এটাই আমাদের প্ল্যান ছিল।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
জাতীয় দলে খেলার স্বপ্ন না থাকলে খেলাই ছেড়ে দেবেন সোহান!
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন নাঈম-লিটন
সমর্থকদের কাছে লিটনের দুঃখপ্রকাশ 
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পেয়ে অন্য নারীর প্রেমে পড়লেন স্বামী
স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পেয়ে অন্য নারীর প্রেমে পড়লেন স্বামী
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!