X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

পদ্মা-মেঘনা-যমুনায় ভাগ হয়ে মেয়েদের টেস্টের প্রস্তুতি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ২১:০৭আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২১:১০

বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২১ সালে টেস্ট স্ট্যাটাস পেলেও এতদিন প্রস্তুতি-ই শুরু করতে পারেনি। অবশেষে বাংলাদেশ লাল বলে খেলার সুযোগ পেয়েছে। টেস্ট খেলার প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। বিসিএলে প্রথম দিনে দাপট ছিল বোলারদের। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এক দিনেই পড়েছে ১৭টি উইকেট!

দেশের প্রধান তিন নদী- পদ্মা, মেঘনা ও যমুনার নামে গড়া তিন দল নিয়ে আজ (বৃহস্পতিবার) থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয়েছে নারীদের বিসিএল। এই টুর্নামেন্ট উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় টিম পদ্মা ও টিম যমুনা। টস জিতে ব্যাটিংয়ে নেমে যমুনা ৬৬ ওভারে ১৫৫ রানে অলআউট হয়েছে। পদ্মাও সুবিধা করতে পারেনি। ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান করে দিন শেষ করে তারা। দিনশেষে দলটি পিছিয়ে আছে ৪৩ রানে।

ব্যাটিং করতে নেমে প্রথম বলে উইকেট হারিয়ে বাজে সূচনা করে যমুনা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে লড়াই করতে পেরেছেন কেবল অধিনায়ক সোবহানা মোস্তারি ও সুলতানা খাতুন। মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরির দেখা পাননি মোস্তারি। ১৩৫ বলে ৭ চারে ৪৯ রান করেন এই ব্যাটার। অন্যদিকে, সুলতানা ৭ চারে ৮০ বলে ৩৮ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ফারজানা হক (২৩) ও আফিয়া প্রত্যাশা (১৯) ছাড়া যমুনার আর কেউ দুই অঙ্কের দেখা পাননি।

সালমা খাতুন সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন। এছাড়া ফাহিমা খাতুন ৩টি ও ১টি করে উইকেট নেন সুরাইয়া আজমিম, ঋতু মণি ও শরিফা খাতুন।

এরপর ব্যাটিংয়ে নেমে পদ্মারও শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে শূন্য রানে ফিরে যান সারমিন সুলতানা। হাতে ৩ উইকেট রেখে কোনওমতে দিনটি শেষ করে তারা। তারা পিছিয়ে আছে ৪৩ রানে। পদ্মার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন সাথি রাণী বর্মন। তাছাড়া ৫৫ বলে ৪০ রান আসে রিতু মণির ব্যাট থেকে।

যমুনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। ১টি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, সুলতানা খাতুন ও স্বর্ণা আক্তার।

বিসিএলের সবগুলো ম্যাচ হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। পদ্মার নেতৃত্বে ফাহিমা খাতুন, যমুনার সোবহানা মোস্তারি ও মেঘনার নেতৃত্বে আছেন লতা মন্ডল। জাতীয় দল, ইমার্জিং দল, অনূর্ধ্ব-১৯ দল ও বয়সভিত্তিক দল থেকে ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে ৩টি দল। ১৪ জন করে সর্বমোট ৪২ জন সুযোগ পাচ্ছেন বিসিএলে।

সিঙ্গেল রাউন্ডের এই লিগ চলবে ৮ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার লড়ছে পদ্মা-যমুনা। ৩-৪ এপ্রিল মেঘনা-যমুনা ও ৭-৮ এপ্রিল মাঠে নামবে পদ্মা-মেঘনা।

টিম পদ্মা

রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন সুলতানা, সালমা খাতুন, রিতু মনি, সুরাইয়া আজমিন, সাথী রাণী, শরিফা খাতুন, উন্নতি আক্তার, দিশা বিশ্বাস, ফাহিমা খাতুন, ফাল্গুনি চৌধুরী বন্যা, রিয়া আক্তার শিখা, জান্নাতুল মহুয়া ও সুবর্ণ কর্মকার।

টিম মেঘনা

শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, ইশমা তানজিম, সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, দিপা খাতুন, নাহিদা আক্তার, নাজমুন নাহার রুনা, খাদিজাতুল কুবরা, রাবেয়া, লতা মন্ডল, পূজা চক্রবর্তী, মিষ্টি রাণী সাহা, লেকি চাকমা।

টিম যমুনা

মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার, সোবহানা মোস্তারি, শানু আক্তার, ফারজানা আক্তার লিসা, ইভা, নিশিতা আক্তার, আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা, আশরাফি ইয়াসনিম আর্থি, সুলতানা খাতুন, জুয়াইরায়া ফেরদৌস জয়ীতা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
লিটনের কাছে ‘ব্র্যান্ড অব ক্রিকেট’ নয়, ফলই আসল
বাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট
অনিশ্চয়তায় বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডার, এশিয়া কাপ 
সর্বশেষ খবর
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়