X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘আমি যদি কাজ না করি, পাগল হয়ে যাবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৩, ২২:৪৪আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২২:৪৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। কিন্তু পুরো আসরের জন্য কোনও ক্রিকেটারদেরই এনওসি বা অনাপত্তিপত্র দিচ্ছে না বিসিবি। যদিও মোস্তাফিজুর শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসের তাঁবুতে যোগ দিতে পেরেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের স্কোয়াডে না থাকায় শনিবার সকালেই দিল্লি পৌঁছে গেছেন মোস্তাফিজ। তবে সাকিব আল হাসান ও লিটন দাসকে অপেক্ষায় থাকতে হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই কলকাতা নাইট রাইডার্সে যুক্ত হবেন তারা।
 
আইপিএলের নিলামের আগে বিসিবি থেকে বিসিসিআইকে পাঠানো ইমেইলে জানানো হয়েছিল, ‘আয়ারল্যান্ড সিরিজে নির্বাচিত খেলোয়াড়রা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত আইপিএলের জন্য উন্মুক্ত থাকবে।’ ফলে সাকিব ও লিটন ২৪ দিনের জন্য এনওসি পাচ্ছেন। মোস্তাফিজ পাচ্ছেন ৩২ দিনের। ফলে সাকিব ও লিটন কলকাতার হয়ে পাঁচটি এবং মোস্তাফিজ দিল্লির হয়ে তিনটি ম্যাচ খেলতে পারবেন না। 

শনিবার বিকেএসপিতে মোহামেডানের হয়ে ম্যাচ খেলেন সাকিব। ম্যাচ শেষ হওয়ার আগেই বাঁহাতি এই অলরাউন্ডার বিজ্ঞাপনী কাজে যুক্ত হতে দ্রুত হেলিকপ্টারে করে বিকেএসপি ছাড়েন। ইয়ামাহার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আইপিএলের এনওসি না পাওয়া নিয়ে সাকিব বলেছেন, ‘ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারবো, পুরো সময় থাকতে পারবো কি না। ওই সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারবো। সেখানে উল্লেখ ছিল আমাদের যখন আন্তর্জাতিক সূচি থাকবে, তখন বিসিবি অনুমোদন দেবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে কলকাতার তাঁবুতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন সাকিব ও লিটন । মোস্তাফিজ  টেস্ট স্কোয়াডে না থাকায় বাড়তি কিছুদিনের জন্য তাকে এনওসি দেওয়া হয়েছে। বাঁহাতি এই পেসারকে তাই ভাগ্যবান বলছেন সাকিব, ‘মোস্তাফিজ যদি টেস্ট দলে জায়গা পেতো তাহলে হয়তো ওর থাকতে হতো। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত হোক, ও যেহেতু টেস্ট দলে নেই, যেতে পেরেছে আগে।’

একদিন মাঠে খেলছেন তো আরেকদিন ছুটে যাচ্ছেন বিজ্ঞাপনী কাজে। শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে এমন ঘটনাও আছে, দিনে মাঠে খেলে, রাতে বিজ্ঞাপনী কাজে অংশ নেওয়া। যদিও সাকিব জানালেন তিনি কোনোভাবেই ক্লান্ত হন না। এই কাজগুলো না করলে পাগলই নাকি হয়ে যাবেন, ‘আমার কাছে ভালো লাগে, আমি উপভোগ করি এটা। আমার মনে হয় আমি যদি কাজ না করি, পাগল হয়ে যাবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সাকিব আমার কথা শুনলে এখন রাজপথে বিচরণ করতো: মেজর হাফিজ
সাকিব কীভাবে একটি ‘বাজে’ দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
যদি নিরাপত্তা নিশ্চিত করা হয়, দেশে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত: সাকিব 
সর্বশেষ খবর
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি