X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মায়ার্স ঝড়ের পর উডের গতিতে তছনছ দিল্লি

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ০০:২১আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০২:৫৮

লক্ষ্য ১৯৪ রানের। দিল্লি ক্যাপিটালসের যেমন শুরু হওয়ার দরকার ছিল, হলো ঠিক তার উল্টো। মার্ক উড পঞ্চম ওভারে পৃথ্বী শ ও মিচেল মার্শকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের হাতছানি পেলেন। সরফরাজ খানকে আউট করতে পারেননি ইংলিশ পেসার। তবে ইনিংস শেষে তার নামের পাশে উইকেট পাঁচটি। এই আইপিএলে প্রথম ফাইফার উডের। তার গতির কাছে পরাস্ত হয়েছে দিল্লি, থেমেছে ৯ উইকেটে ১৪৩ রানে।

লখনউ সুপার জায়ান্টস ৫০ রানের বিশাল জয়ে প্রতিযোগিতা শুরু করেছে। উডের আগুনঝরা বোলিংয়ের আগে দলকে বড় পুঁজি এনে দেয় কাইল মায়ার্সের ঝড়। ৩৮ বলে ৭৩ রান করেন উইন্ডিজ ওপেনার। তার ইনিংসে ছিল ২ চার ও ৭ ছয়। দীপক হুদার সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন তিনি, করেন ২৮ বলে হাফ সেঞ্চুরি।

পরের দিকে নিকোলাস পুরানের ২ চার ও ৩ ছয়ে সাজানো ২১ বলে ৩৬ রানের ইনিংস ভালো কাজে দেয়। আয়ুশ বাদোনির ৭ বলে ১৮ রানের ইনিংসও ছিল কার্যকরী। ৬ উইকেট হারিয়ে লখনউ করেছিল ১৯৩ রান।  

২৮ বলে হাফ সেঞ্চুরি করেন মায়ার্স

লক্ষ্যে নেমে উডের বোলিং তোপে পড়েছিল দিল্লি। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটে যা একটু লড়াই করেছিল। ৪৮ বলে ৫৬ রান করেন তিনি ৭ চারে। এছাড়া রাইলি রুসো করেন ৩০ রান। আর কেবল দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন পৃথ্বী (১২)  ও অক্ষর প্যাটেল (১৬)।

উড শেষ ওভারে চেতন সাকারিয়া ও অক্ষর প্যাটেলকে ফিরিয়ে পাঁচ উইকেটের দেখা পান। ৪ ওভারে মাত্র ১৪ রান দেন তিনি। এছাড়া আবেশ খান মাঝে এক ওভারে দুটি উইকেট নেন। রবি বিষ্ণয় পরপর দুই ওভারে দুজনকে ফেরান। প্রত্যাশিতভাবে ম্যাচসেরা হয়েছেন ‍উড।

/এফএইচএম/
সম্পর্কিত
লখনউর দায়িত্ব পেয়ে পান্ত বললেন, ‘দলের জন্য দুইশ ভাগ উজাড় করে দেবো’
বেঙ্গালুরুর অধিনায়ক কে, বিরাট ঘোষণা ডি ভিলিয়ার্সের
আইপিএলে কোনও বাংলাদেশি দল না পাওয়ায় হতাশ ফাহিম
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
আ.লীগ কার্যালয় থেকে ‘চর উন্নয়ন কমিটির’ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে
আ.লীগ কার্যালয় থেকে ‘চর উন্নয়ন কমিটির’ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়