X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মায়ার্স ঝড়ের পর উডের গতিতে তছনছ দিল্লি

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ০০:২১আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০২:৫৮

লক্ষ্য ১৯৪ রানের। দিল্লি ক্যাপিটালসের যেমন শুরু হওয়ার দরকার ছিল, হলো ঠিক তার উল্টো। মার্ক উড পঞ্চম ওভারে পৃথ্বী শ ও মিচেল মার্শকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের হাতছানি পেলেন। সরফরাজ খানকে আউট করতে পারেননি ইংলিশ পেসার। তবে ইনিংস শেষে তার নামের পাশে উইকেট পাঁচটি। এই আইপিএলে প্রথম ফাইফার উডের। তার গতির কাছে পরাস্ত হয়েছে দিল্লি, থেমেছে ৯ উইকেটে ১৪৩ রানে।

লখনউ সুপার জায়ান্টস ৫০ রানের বিশাল জয়ে প্রতিযোগিতা শুরু করেছে। উডের আগুনঝরা বোলিংয়ের আগে দলকে বড় পুঁজি এনে দেয় কাইল মায়ার্সের ঝড়। ৩৮ বলে ৭৩ রান করেন উইন্ডিজ ওপেনার। তার ইনিংসে ছিল ২ চার ও ৭ ছয়। দীপক হুদার সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন তিনি, করেন ২৮ বলে হাফ সেঞ্চুরি।

পরের দিকে নিকোলাস পুরানের ২ চার ও ৩ ছয়ে সাজানো ২১ বলে ৩৬ রানের ইনিংস ভালো কাজে দেয়। আয়ুশ বাদোনির ৭ বলে ১৮ রানের ইনিংসও ছিল কার্যকরী। ৬ উইকেট হারিয়ে লখনউ করেছিল ১৯৩ রান।  

২৮ বলে হাফ সেঞ্চুরি করেন মায়ার্স

লক্ষ্যে নেমে উডের বোলিং তোপে পড়েছিল দিল্লি। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটে যা একটু লড়াই করেছিল। ৪৮ বলে ৫৬ রান করেন তিনি ৭ চারে। এছাড়া রাইলি রুসো করেন ৩০ রান। আর কেবল দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন পৃথ্বী (১২)  ও অক্ষর প্যাটেল (১৬)।

উড শেষ ওভারে চেতন সাকারিয়া ও অক্ষর প্যাটেলকে ফিরিয়ে পাঁচ উইকেটের দেখা পান। ৪ ওভারে মাত্র ১৪ রান দেন তিনি। এছাড়া আবেশ খান মাঝে এক ওভারে দুটি উইকেট নেন। রবি বিষ্ণয় পরপর দুই ওভারে দুজনকে ফেরান। প্রত্যাশিতভাবে ম্যাচসেরা হয়েছেন ‍উড।

/এফএইচএম/
সম্পর্কিত
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
রান উৎসবের ম্যাচে হায়দরাবাদের কাছে হারলো মুম্বাই
আইপিএলে রেকর্ড রান করলো হায়দরাবাদ
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা