X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রোহিতের অনুপস্থিতিতে কোহলিকেই অধিনায়ক হিসেবে চান শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ২১:৪৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ২১:৫১

রোহিত শর্মা ভারতের তিন সংস্করণেই অধিনায়ক। তিনি চোটে পড়লে আবার ভিন্ন কাউকে অন্তর্বর্তী দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে এসব ক্ষেত্রে বাধা ধরা ছকে এগিয়ে যাওয়ার পক্ষে সাবেক কোচ রবি শাস্ত্রী। প্রিয় শিষ্য ও সাবেক অধিনায়ক বিরাট কোহলিকেই এসবক্ষেত্রে অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।  

পালা বদলের আগে ২০২১ সালে ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট অধিনায়ক ছিলেন কোহলি। সেবার সিরিজে ভারতীয় দল ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। পরে করোনায় পঞ্চম ও শেষ টেস্ট পিছিয়ে যায় গত বছরের গ্রীষ্মে। ততদিনে কোহলি টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। নতুন হিসেবে দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। তবে শেষ টেস্টে ভাগ্য সহায় ছিল না তার। চোটের কারণে তিনি থাকতে না পারায় ভারপ্রাপ্ত হিসেবে জসপ্রীত বুমরাকে অধিনায়ক বানায় টিম ম্যানেজমেন্ট। তাতে ৭ উইকেটের পরাজয়ে ৫ ম্যাচের সিরিজ শেষ হয় ২-২ সমতায়। ফলে ওই টেস্টের জন্য কোহলিকেই অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন শাস্ত্রী। যেহেতু প্রথম চার টেস্টে তিনিই দায়িত্ব পালন করেছেন। ইএসপিএন ক্রিকইনফোর রবি অ্যান্ড রউনক শো’য়ে শাস্ত্রী নিজের মতামত জানিয়েছেন এভাবে, ‘রোহিত যখন চোট পেলো, আমি ভেবেছিলাম কোহলি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে। যদি সেখানে থাকতাম- আমি নিশ্চিত রাহুল দ্রাবিড়ও হয়তো একই সিদ্ধান্ত নিতো। যদিও তার সঙ্গে কথা হয়নি। তবে আমি বোর্ডকে সুপারিশ করতাম কোহলিকে অধিনায়ক বানাতে। কারণ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা দলটিকে সে নেতৃত্ব দিয়েছে। শেষ ম্যাচে সে থাকলে দলের সেরাটা হয়তো বের করে আনতেও পারতো।’

কোহলি বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে অস্থায়ী অধিনায়কের দায়িত্ব পালন করছেন। বুকে চোট থাকায় শুধু ব্যাটার ছাড়া আর কোনওভাবে অংশ নিতে পারছেন না ফাফ ডু প্লেসি। এ কারণেই বিপদের সময়ে কোহলিকে নেতৃত্বে আনা নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে কি কোহলিকেই এই ধরনের পরিস্থিতে অধিনায়ক হিসেবে দেখতে চান শাস্ত্রী, যেমন ধরা যাক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল? জবাবে সাবেক কোচ কিন্তু সেই ইঙ্গিতই দিয়েছেন, ‘যদি এই ধরনের বড় ম্যাচ হয় তাহলে আমি রোহিতকেই ফিট হিসেবে দেখতে চাইবো। কারণ সে নিয়মিত অধিনায়ক। তবে সৃষ্টিকর্তা যদি তেমনটা না চান, অনাকাঙ্ক্ষিত কোনও পরিস্থিতির তৈরি হয় তাহলে আমি সেই পথেই হাঁটবো।

/এফআইআর/    
সম্পর্কিত
খালাস পেলেন নেপালের কারাদণ্ডে দণ্ডিত লেগস্পিনার লামিচানে
আগামী বছর পাকিস্তানে ঐতিহাসিক সফরে যাবে আয়ারল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপরিজার্ভ ডে সংকট: দ্বিতীয় সেমিফাইনালের ২৪ ঘণ্টার মধ্যে ফাইনাল!
সর্বশেষ খবর
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
বাংলাদেশের স্কোয়াশকে ঘিরে অলিম্পিক স্বপ্ন, তবে…
বাংলাদেশের স্কোয়াশকে ঘিরে অলিম্পিক স্বপ্ন, তবে…
বিদ্যুৎ উৎপাদনে বিকল্প ও সহজ উৎস খুঁজতে হবে: নসরুল হামিদ
বিদ্যুৎ উৎপাদনে বিকল্প ও সহজ উৎস খুঁজতে হবে: নসরুল হামিদ
এআইইউবিতে এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম সেমিনার
এআইইউবিতে এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম সেমিনার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক