X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হোম অব ক্রিকেটে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রিকেটারদের উৎসব

রবিউল ইসলাম
১৮ মে ২০২৩, ২১:১৭আপডেট : ১৮ মে ২০২৩, ২১:৩৬

শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের আউটারে গত দুই সপ্তাহ ধরেই ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল। এই ম্যাচটি ঘিরে মিরপুরের হোম অব ক্রিকেটে ছিল সাজসাজ রব। দেশের সেরা ক্রিকেট মাঠে খেলতে পেরে দারুণ খুশি বিশেষ চাহিদাসম্পন্ন এই ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দশটি দল নিয়ে আয়োজন করে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) ও বাংলাদেশের ইউনিসারভ প্রতিবন্ধী ক্রিকেট দলের (ইউডিসিটিবি) মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিসিএপিসি ৫৩ রানে ইউডিসিটিবিকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার, সেরা বোলার, সেরা ব্যাটার- সবাই বিসিএপিসির। ২২০ রান করে দলটির শাকিল হোসেন সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন। ১৪০ রান ও ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার মাহফুজুর রহমান। এছাড়া ১৭ উইকেট নিয়ে সেরা বোলার দ্রুপম পত্রনবিশ তীর্থ।

এই টুর্নামেন্টের ক্রিকেটারদের কারও এক হাত নেই, কারও পায়ে সমস্যা। কেউ খুঁড়িয়ে হাঁটছেন। কারও বা জন্মগতভাবেই শারীরিক সমস্যা। শুক্রবার বিশেষ চাহিদাসম্পন্ন এমন ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন 'হোম অব ক্রিকেটে' খেলার। সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাসরা যে ড্রেসিংরুমে বসেন, সেখানেই বসেছেন তারা। ম্যাচ শেষে মিরপুরের সবুজ গালিচায় কী করবেন, যেন বুঝে উঠতে পারছিলেন না। কেউ কেউ তো উইকেটের কাছে চলে যাচ্ছিলেন, পরে তাদের বুঝিয়ে-শুনিয়ে ফেরত পাঠাতে হয়েছে।

টুর্নামেন্ট সেরা মাহফুজ। তাদের-ই একজন মাহফুজ। তিন মাস বয়সে হাত পুড়ে যাওয়ার কারণে ডান হাতের একটি আঙুল হারিয়েছেন। ওই হাতে শক্তি পান না তিনি। শুধু বাম হাতের জোরেই টুর্নামেন্টে নিয়েছেন ১০ উইকেট, ব্যাটিংয়ে করেছেন ১৪০ রান। তাতেই টুর্নামেন্ট সেরার পুরস্কার জুটেছে তার কপালে। মিরপুরে খেলতে এসে দারুণ রোমাঞ্চিত তিনি। জানালেন, ‘একটা খেলোয়াড়ের সবসময় স্বপ্ন দেখে দেশকে প্রতিনিধিত্ব করার। সেদিক থেকে বিসিবি আমাদের এই মাঠে খেলতে একটা সুযোগ করে দিয়েছে। সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে। খুব ভালো লাগছে। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। সবারই একটা স্বপ্ন থাকে যে মিরপুরে ভালো একটা উইকেটে খেলা। এত সুন্দর মাঠ। এখানে খেলার অনুভূতি আসলে অন্যরকম। আর টুর্নামেন্ট সেরা হতে পেরেছি, খুব ভালো লাগছে।’

মিরপুরে প্রথমবার খেলতে পেরে বিসিবির প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মাহফুজ, ‘আমাদের সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে, বিসিবিকে ধন্যবাদ এখানে খেলার সুযোগ করে দেওয়ায়। শারীরিক প্রতিবন্ধকতা থাকার পরও যে এভাবে খেলা যায়, এটা অন্যদের অনুপ্রাণিত করবে। সবচেয়ে ভালো লাগলো ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হওয়ায়। কোচ, পরিবার, স্যাররা সবাই সহযোগিতা করেছে বলে এ পর্যন্ত এসেছি। অধিনায়ক সুমিত দা, উনি কানাডায় থাকেন এখন, উনিও আমায় সহযোগিতা করেছেন।'

দুই সপ্তাহের এই টুর্নামেন্টে প্রায় দেড়শ’ বিশেষ চাহিদাসম্পন্ন ক্রিকেটার অংশ নিয়েছিলেন। তাদের মধ্য থেকে সেরা বোলার নির্বাচিত হয়েছেন দ্রুপম পত্রনবিশ তীর্থ। সাকিবের মতো ৭৫ নম্বর জার্সি নিয়ে খেলেন তিনি। বাঁহাতি স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও ভীষণ পটু। যদিও এই টুর্নামেন্টে ব্যাটিং করার খুব একটা সুযোগ পাননি। দ্রুপমের কাছে মিরপুরের মাঠে খেলা স্বপ্ন পূরণের মতো, ‘এটা তো অনেকেরই স্বপ্ন থাকে এই মাঠে খেলার। আজকে খেলতে পারলাম। খুবই ভালো লাগছে। বোর্ড প্রধানের কাছ থেকে পুরস্কার নেওয়া, এখানে খেলা সবকিছুই আমার জন্য দারুণ অনুভূতি। ২০১৫ সালে মিরপুরে খেলার কথা ছিল। প্রধানমন্ত্রীও এসেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি হয়নি। এত বছর পর আক্ষেপ দূর হয়েছে, এর চেয়ে ভালো অনুভূতি অন্য কিছুতে নেই।’

তীর্থ বল করেন সাকিব আল হাসানের মতোই। সাকিবের জার্সি নম্বরও জড়িয়েছেন গায়ে। জানালেন, টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব তার আইডল, ‘সাকিব ভাই তো আমাদের সবার আইডল। ছোটবেলা থেকেই তার খেলা ভালো লাগতো। সেখান থেকে জার্সি নম্বরটা নিয়েছি। তার সঙ্গে একবার দেখা হয়েছিল বিকেএসপিতে। আমি তখন অনূর্ধ্ব-১৭ ক্যাম্প করছিলাম।’

সাকিব, তামিম, লিটনরা যে ড্রেসিংরুমে বসেন, সেখানেই বসেছিলেন তীর্থ। এই রোমাঞ্চ সঙ্গী করে যেন কথাই বলতে পারছিলেন না এই ক্রিকেটার, ‘ড্রেসিংরুমে আমরা হোম সুবিধা পেয়েছি। ড্রেসিংরুমে ঢোকার পর শরীরে অন্য রকম একটি অনুভূতি হয়েছে। যেখানে তামিম ভাই, সাকিব ভাইরা বসে থাকে, সেখানে বসেছি। দারুণ এক অনুভূতি। বল হাতে বোলিং করতে গিয়েও দারুণ অনুভূতি হয়েছে।’

এদিকে বিসিবি সভাপতি প্রেসিডেন্ট বক্সে বসে পুরো ম্যাচটি উপভোগ করেছেন। ভবিষ্যতে জাতীয় দল গড়ে আইসিসি ইভেন্টে পাঠানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান, ‘ওদের খেলা দেখে খুব অবাক হয়েছি। ওরা এত ভালো ক্রিকেট খেলবে ধারণা ছিল না। আমরা জানি না আইসিসির কোনও ইভেন্ট আছে কিনা। ইভেন্ট থাকলে অবশ্যই বিশ্বকাপে অংশ নেবো।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী