ডারবান কালান্দার্সকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে জিম আফ্রো টি-টেনের ফাইনালে উঠেছিল জোবার্গ বাফেলোস। শনিবার ফের ফাইনালে মুখোমুখি তারা। এই ম্যাচে একাদশে ছিলেন না মুশফিকুর রহিম। তার দলও গেলো হেরে। ৮ উইকেটে জিতে ১০ ওভারের আফ্রিকান টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন ডারবান।
আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১২৭ রান করে জোবার্গ। আগের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলা ইউসুফ পাঠান ১৪ বল খেলে ২৫ রান করেন। তার আগে ৩.৫ ওভারে ৫৩ রান তুলে ভালো শুরু এনে দেন মোহাম্মদ হাফিজ ও টম ব্যান্টন।
২৪ রানের ব্যবধানে প্রথম তিন ব্যাটার ফিরে গেলে ইউসুফ নবম ওভারে দলীয় স্কোর একশ ছাড়িয়ে আউট হন। শেষ দিকে রবি বোপারা ২২ রানে অপরাজিত থেকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন জোবার্গকে। ইনিংস সেরা ৩৬ রান করেন ব্যান্টন। ৩২ রান আসে হাফিজের ব্যাটে।
লক্ষ্যে নেমে হজরতউল্লাহ জাজাইয়ের সঙ্গে ৩৩ রানের জুটি গড়তে ক্যামিও ইনিংস খেলেন, যাতে তারই রান ৩০। নিউ জিল্যান্ডের ব্যাটার ১৪ বল খেলে বিদায় নেওয়ার পর আন্দ্রে ফ্লেচার বড় ভূমিকা রাখেন। ১১ বলে ৩ চার ও ২ ছয়ে ২৯ রান করে থামেন তিনি।
একপ্রান্ত আগলে রেখে জাজাই অষ্টম ওভারে দুটি ছক্কা মেরে ব্যবধান কমিয়ে আনেন। নবম ওভারে আসিফ আলীও সমান সংখ্যক ছয়ে কাজ সহজ করে দেন।
শেষ ওভারে ডারবানের দরকার ছিল ৭ রান। আসিফ প্রথম বলে ডাবল নেন। পরের বলে অতিরিক্ত খাত থেকে দুটি রান যুক্ত হয়। তৃতীয় বলে জাজাই চার মেরে দলকে জেতান। ৯.২ ওভারে ২ উইকেটে ১২৯ রান করে ডারবান।