X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
বিশ্বকাপ দল

নাসিমের চোটে কপাল খুললো হাসানের

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৫

পাকিস্তানের পেস বিভাগে হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণার কথা ছিল। অথচ এই তিনজনের ভিড়ে উপেক্ষিত থাকা হাসান আলী জায়গা পেয়ে গেলেন। নাসিমের ইনজুরিতে কপাল খুললো ২০১৭ সালে পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নায়ক ও ওই আসরের সেরা খেলোয়াড়ের।

শুক্রবার বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতে প্রত্যাশিতভাবে জায়গা হয়নি এশিয়া কাপে চোট পাওয়া নাসিমের। প্রধান নির্বাচক ইনজামাম উল হকের মতে হারিস, শাহীনের সঙ্গে পেস আক্রমণে নাসিমের সেরা বিকল্প হাসান।

ইনজামাম বলেন, ‘নাসিম যেভাবে ইনজুরিতে পড়লো, আমরা সমস্যায় পড়েছিলাম। এ কারণেই আমরা হাসানকে নিলাম, যে কি না সম্প্রতি খুব বেশি খেলেনি, কিন্তু অভিজ্ঞ।’

এশিয়া কাপের সুপার ফোরেই ছিটকে যাওয়া পাকিস্তানের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ ও মোহাম্মদ হারিস। ওপেনার ফখর জামান এশিয়া কাপে চার ইনিংসে ৬৫ রান করেও বিশ্বকাপ স্কোয়াডে নাম লিখেছেন। 

লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান ছিলেন আলোচনায়। এশিয়া কাপে ফর্মহীন ছিলেন তিনি, শেষ পাঁচ ওয়ানডেতে নেন মাত্র ৬ উইকেট। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপ দলে জায়গা পেলেও সহঅধিনায়কত্ব হারাবেন। শেষ পর্যন্ত জায়গাও হারাননি, ধরে রেখেছেন সহঅধিনায়কের পদও।

প্রত্যাশিতভাবে আবারও বিশ্বকাপ দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম। আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের মিশন। ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ী ইনজামাম এই দল নিয়ে আশাবাদী, ‘ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট বিশ্বকাপ। আমরা সেরা ১৫ জনকে বাছাই করেছি এবং আমরা আশা করি তারা আমাদের ট্রফি জেতাবে।’

স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সৌদ শাকিল, সালমান আলী আগা, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম। 

ট্র্যাভেলিং রিজার্ভ: জামান খান, আবরার আহমেদ, মোহাম্মদ হারিস।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের বদৌলতে ভারতের আয় ১.৩৯ বিলিয়ন ডলার!
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বশেষ খবর
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ