বিশ্বকাপ শুরু হতে আর কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে এসে চোট ধাক্কা খেতে হলো তাদের। চোটের কারণে ১৫ জনের প্রাথমিক দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ স্পিনার অ্যাশটন অ্যাগার। তার কাফ মাসলে সমস্যা।
দেশের হয়ে অ্যাগারের সর্বশেষ ওয়ানডেটি হলো এই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লুমফন্টেইনে হওয়া ম্যাচটি। তার পর থেকে কাফ সমস্যা কাটিয়ে উঠতে পারেননি তিনি। ১৫ জনের দলে তার জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেন। দল ঘোষণার জন্য বেঁধে দেওয়া শেষ দিনে এসে অস্ট্রেলিয়া নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে।
অথচ টুর্নামেন্টের প্রাথমিক দলে লাবুশেনের নাম ছিল না। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে দুর্দান্ত ফর্ম তাকে নতুন লাইফ লাইন দিয়েছে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাতে ফ্র্যাকচার পাওয়া ট্রাভিস হেডকে অজিরা চূড়ান্ত দলে রেখে দিয়েছে। টুর্নামেন্টের প্রথমাংশে তিনি খেলতে পারবেন না। আশা করা হচ্ছে, মাঝামাঝি পর্যায়ে তিনি সুস্থ হয়ে উঠবেন।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক।