X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কাকে পাত্তা দিলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪০

বিশ্বকাপের আগে মনোবল চাঙ্গা করা জয় পেলো বাংলাদেশ। এশিয়া কাপে হারের শোধ তুললো তারা শ্রীলঙ্কাকে হারিয়ে। লিটন দাস, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ৮ ওভার বাকি থাকতে জিতলো তারা ৭ উইকেটে।

বাংলাদেশ ২৬৪ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু করে। লিটন ও তানজিদের ব্যাটে শুরু থেকে দাপট দেখায়। ৩৭ বলে লিটন হাফ সেঞ্চুরি করেন, ৫২ বলে ফিফটি করেন তানজিদ। দুজনের জুটি ছিল ১৩১ রানের। লিটন ৬১ রান করে আউট হন। ৫৬ বলের ইনিংসে ছিল ১০ চার।

এরপর মিরাজের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে আউট হন তানজিদ। ৮৮ বলে ১০ চার, ২ ছয়ে ৮৪ রানে থামেন তিনি। তাওহীদ হৃদয় গোল্ডেন ডাক মারেন।

বাকি পথ পাড়ি দেন মিরাজ ও মুশফিক। দুজনের ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জিতে যায় বাংলাদেশ। ৪২ ওভারে  ৩ উইকেটে বাংলাদেশের রান ১৬৪।

৬৪ বলে ৫ চার ও ২ ছয়ে ৬৭ রানে অপরাজিত ছিলেন মিরাজ। ৪৩ বলে ২ চার, ১ ছয়ে ৩৫ রানে খেলছিলেন মুশফিক।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বোলাররা আগে পরীক্ষা দেয়। গৌহাটিতে আগে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। এশিয়া কাপের রানার্সআপরা দুই হাফ সেঞ্চুরিতে ২৬৩ রান করে।

পায়ের ব্যথায় এই ম্যাচে খেলেননি সাকিব আল হাসান। অধিনায়কত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ। তিন স্পিনার ও চার পেসারের বোলিং বিভাগের সামনে উল্লেখযোগ্য ইনিংস খেলেন পাথুম নিসাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা।

কুশল পেরেরা দশম ওভারের দ্বিতীয় বলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। নিসাঙ্কার সঙ্গে তার জুটি ছিল ৬৪ রানের। ২৪ বলে ৬ চারে সাজানো ছিল কুশলের ৩৪ রানের ইনিংস।

১৪তম ওভারে হাসান মাহমুদকে তিনটি চার ও একটি ছয়ে ১৯ রান তোলেন নিসাঙ্কা ও ও কুশল মেন্ডিস। তারপরই শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ দুই প্রান্ত থেকে রানের লাগাম টেনে ধরেন। 

১৫তম ওভারে এই জুটি ভেঙে দেন নাসুম। মেন্ডিস ও নিসাঙ্কা মিলে যোগ করেন ৪০ রান। মেন্ডিস ১৯ বলে তিন চার ও ১ ছয়ে ২২ রানে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন।

এরপর মেহেদী ২ রানে সাদিরা সামারাবিক্রমা ও নিসাঙ্কাকে থামান ৬৮ রানে। বাংলাদেশি স্পিনার তার তৃতীয় শিকার বানান চারিথ আসালাঙ্কাকে (১৮)। 

ধনঞ্জয়া ডি সিলভা হাফ সেঞ্চুরি করে হাল ধরলেও অন্য প্রান্ত থেকে উপযুক্ত সঙ্গ পাননি। নিজের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজ তাকে ৫৫ রানে মাহমুদউল্লাহর ক্যাচ বানান।

দুনিথ ভেল্লালাগে রান আউট হন মাহমুদউল্লাহর থ্রোতে মুশফিকুর রহিম স্টাম্প ভাঙলে। তানজিম হাসান সাকিব ইনিংসের শেষ ওভারে দুশন হেমন্তকে (১১) মোস্তাফিজুর রহমানের ক্যাচ বানালে শেষ হয় লঙ্কানদের ইনিংস। 

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার মেহেদী, ৯ ওভারে ৩৬ রান খরচায় তিন উইকেট নেন। পেসারদের মধ্যে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ উইকেট নিতে পারেননি। তানজিম সাকিব, শরিফুল ইসলাম, নাসুম ও মিরাজ একটি করে উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের বদৌলতে ভারতের আয় ১.৩৯ বিলিয়ন ডলার!
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বশেষ খবর
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ