বিশ্বকাপে অবিস্মরণীয় জয় পেয়েছে আফগানিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাসের অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়েছে। যার পেছনে বড় অবদান অফস্পিনার মুজিব উর রহমানের। অসাধারণ পারফরম্যান্সের পর দলের এই জয়টাকে আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করেছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই ভূমিকম্পে জেরবার আফগানিস্তান। এক সপ্তাহের ব্যবধানে দেশটির হেরাত প্রদেশ তৃতীয়বার কেঁপে উঠেছে। সর্বশেষ রবিবারের ঘটনায় দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ৮ অক্টোবরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পশ্চিমাঞ্চলটিতে মৃত্যু হয়েছে ১ হাজারের বেশি মানুষের।
২২ বছর বয়সী মুজিব ম্যাচসেরা হয়ে বলেছেন, ‘এই সাফল্য দেশের মানুষের জন্য। যারা ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন খেলোয়াড় আর দল হিসেবে আমার এই পুরস্কার তাদের উৎসর্গ করছি।’
ইংল্যান্ডকে ৬৯ রানে হারানোর ম্যাচে ব্যাট-বল হাতে অবদান রেখেছেন ২২ বছর বয়সী মুজিব। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি ২৮ রান করেছেন। অবিশ্বাস্য জয়ে অবদান রাখতে পেরে গর্ববোধ করছেন আফগান স্পিনার, ‘বিশ্বকাপে সর্বশেষ আসরের চ্যাম্পিয়নদের হারানো অবশ্যই গর্ব করার মতো মুহূর্ত। শুধু আমার জন্যই নয় পুরো দেশ ও দলের জন্য এটা অবিস্মরণীয়। ব্যাটার আর বোলাররা অসাধারণ পারফর্ম করেছে।’
২০১৫ বিশ্বকাপে অভিষেক করার পর গতকালকের আগ পর্যন্ত মাত্র একটি জয় ছিল আফগানদের। অভিষেক আসরে শুধু স্কটল্যান্ডকে পরাজিত করতে পারাই ছিল তাদের একমাত্র সাফল্য। সেখান থেকে টানা ১৪ ম্যাচ পরাজয়ের বৃত্ত ভেঙেছে ইংল্যান্ডকে হারিয়ে।