বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার ডানা কেটে দিলো নেদারল্যান্ডস। জায়ান্টবধের পর তাদের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বললেন, শেষ চারে পৌঁছানোর স্বপ্ন নিয়ে তারা বিশ্বকাপে খেলতে এসেছেন।
বিশ্বকাপের একমাত্র টেস্ট স্ট্যাটাসহীন দল নেদারল্যান্ডস বড় অঘটনের জন্ম দিলো মঙ্গলবার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের হারিয়েছিল ডাচরা।
টপ অর্ডারে ধস নামার পর এডওয়ার্ডস অপরাজিত ৭৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। ম্যাচসেরা খেলোয়াড় বললেন, ‘দলকে নিয়ে গর্বিত। অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।’
বিশ্বকাপে দলের স্বপ্ন নিয়ে তিনি বলেন, ‘যখন আমরা এই টুর্নামেন্টে এসেছি, তখন আমরা চেয়েছিলাম সেমিফাইনালে খেলার সুযোগ পেতে। সেটা করতে হলে বড় দলগুলোকে হারাতে হবে। অবশ্যই দক্ষিণ আফ্রিকা সম্ভবত অন্যতম ফেভারিট, যেভাবে তারা খেলছে। এটা আমাদের জন্য বড় জয়।’