X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

শেষ ম্যাচেও পারলো না অস্ট্রেলিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ০০:২৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:২৩

এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। রবিবার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি ছিল কেবল নিয়ম রক্ষার। সেই ম্যাচে রোমাঞ্চ জাগিয়েও জিততে পারলো না অস্ট্রেলিয়া। ৬ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ভারত।

১৬১ রানের লক্ষ্যে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে অস্ট্রেলিয়া। আক্রমণাত্মক ব্যাটিং করার খেসারত দিয়ে অজিদের উদ্বোধনী জুটি ভেঙে যায় তৃতীয় ওভারেই। তৃতীয় ওভারের তৃতীয় বলে জোস ফিলিপকে বোল্ড করেন মুকেশ কুমার। এরপর ট্রাভিস হেড আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে আউট হন। ৪.৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর হয় ২ উইকেটে ৪৭ রান। প্রথম ৬ ওভার শেষে অজিরা করে ২ উইকেটে ৫০ রান।

হেডের উইকেট নেওয়ার পর দ্রুত অস্ট্রেলিয়াকে আরও একবার ধাক্কা দেন রবি বিষ্ণোই। সপ্তম ওভারের শেষ বলে বিষ্ণোই নিয়েছেন অ্যারন হার্ডির উইকেট। তারপরও ম্যাকডারমট তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছিলেন। তবে অন্য প্রান্তে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা টিম ডেভিড কিছুটা ধীরগতিতেই এগোচ্ছিলেন। চতুর্থ উইকেটে ৩৮ বলে ৪৭ রানের জুটি গড়তে অবদান রাখেন ম্যাকডারমট ও ডেভিড।  

এরপর আরেক ধাক্কায় বেশ কিছু উইকেট হারায় সফরকারীরা। শেষ ৩ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ৩১ রান। স্বীকৃত ব্যাটার হিসেবে উইকেটে থাকা ওয়েড তখন ছিলেন অজিদের একমাত্র আশার আলো। ১৮তম ওভারে আবেশ খানকে তিনটি চার মারেন ওয়েড। একপর্যায়ে শেষ ওভারে অজিদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রানের। কিন্তু নাথান এলিসকে ব্যাটিং না দিয়ে প্রথম দুই বল মোকাবিলা করে ডট দেন ওয়েড। এরপর ওভারের তৃতীয় বলে আর্শদীপকে তুলে মারতে গিয়ে লং অনে শ্রেয়াস আইয়ারের তালুবন্দী হন তিনি। সেখানেই মূলত ম্যাচটি হেরে যায় ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়নরা। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস।

ভারতীয় বোলারদের মধ্যে মুকেশ কুমার সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া আর্শদীপ ও বিষ্ণোই নেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। প্রথমে ব্যাটিং পাওয়া ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১৬০ রান। ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করেন শ্রেয়াস।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন জেসন বেহেরনডর্ফ ও ডাওয়ারশুইস। একটি করে উইকেট নিয়েছেন হার্ডি, তানভীর সাঙ্ঘা ও এলিস।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সর্বশেষ খবর
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জীবন এখন আশঙ্কামুক্ত
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জীবন এখন আশঙ্কামুক্ত
ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রীর অবসর ঘোষণা
ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রীর অবসর ঘোষণা
চীন সফরে পুতিন, পরীক্ষার মুখে ‘নো লিমিট’ বন্ধুত্ব
চীন সফরে পুতিন, পরীক্ষার মুখে ‘নো লিমিট’ বন্ধুত্ব
শির সঙ্গে বৈঠক করতে চীন সফরে পুতিন
শির সঙ্গে বৈঠক করতে চীন সফরে পুতিন
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা