X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

নারীদের লিগে চ্যাম্পিয়ন মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৪, ১৮:৫৪আপডেট : ১২ জুন ২০২৪, ১৮:৫৪

নারীদের প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়ন রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ৪৬ রানে হারিয়ে শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগে ব্যাটিং করে তারা ২৪৯ রান সংগ্রহ করে। এরপর রুমানা আহমেদ ও দিশা দীপকের দারুণ বোলিংয়ে রূপালী ব্যাংককে ২০৩ রানে থামিয়ে ৪৬ রানের জয় পায় তারা। অপরাজিত থেকে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। এবারের মৌসুমে পুরুষদের ক্রিকেট-ফুটবল মিলিয়ে তিনটি প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল মোহামেডান। এবার নারীরা এনে দিলেন চ্যাম্পিয়নশিপের খেতাব।

গতবারের চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে। ১৬ পয়েন্ট নিয়ে এবারের রানার্সআপ আবাহনী ক্রীড়াচক্র। 

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে মোহামেডান। সর্বোচ্চ ৭২ রান করেন আয়শা রহমান। সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ৬৮ রান। এছাড়া রুমানা আহমেদ করেন ৪০ রান।

রুপালী ব্যাংকের হয়ে ২ উইকেট শিকার করেন নুপূর তানেশ্বর।

জবাবে খেলতে নেমে রুমানা ও ও দীপকের দারুণ বোলিংয়ের সামনে খেই হারিয়েছে রূপালী ব্যাংক। ৩৯ রানে ওপেনার সাথী রানী বর্মকে (১৯) ফেরানোর পর দ্বিতীয় উইকেটে ইসমা তাসনজিম ও ফারজানা হক পিংকি মিলে ৫৯ রানের জুটি গড়েন। ইসমা ৪৬ বলে ৫৪ রান করে আউট হন। এরপর নিগার সুলতানা জ্যোতি (১) ও জান্নাতুল ফেরদৌস সুমানারা (২) ব্যর্থ হলে ঘুরে দাঁড়াতে পারেনি রূপালী ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন ফারজানা। মিডল অর্ডারে ফারজানা আক্তার লিসা ৫১ বলে ৪৮ রান করে কেবল ব্যবধান কমাতে পেরেছেন। ৪৫.৫ ওভারে রূপালী ব্যাংক ২০৩ রানে আউট হলে জয় পায় মোহামেডান।

মোহামেডানের দিশা ৪৪ রানে ৫ উইকেট শিকার করেন। রুমানার শিকার তিন উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর
নারী ইমার্জিং ওয়ানডে সিরিজদক্ষিণ আফ্রিকার কাছে হেরে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু