X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

যে ভুলে ভারতকে পাঁচ রান ‘উপহার’ দিলো যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৪, ০১:২৮আপডেট : ১৩ জুন ২০২৪, ০১:২৮

কানাডা ও পাকিস্তানকে হারিয়ে অনুপ্রাণিত যুক্তরাষ্ট্র ভারতকেও চেপে ধরেছিল। দুর্বোধ্য পিচে একটা সময় ভারতের প্রয়োজন বেড়ে দাঁড়ায় ৩০ বলে ৩৫ রান। কিন্তু যুক্তরাষ্ট্র শাস্তি পেয়ে সেই কাজটা সহজ করে দেয়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার গতি বাড়াতে স্টপ ক্লকের প্রবর্তন হয়েছে। আর সেই নিয়মের বেড়াজালে প্রথমবার শাস্তি পেলো এই বিশ্বকাপের চমক জাগানো দল যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে ভারতকে ১১১ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে যখন জয়ের আশা জাগিয়েছিল তারা, ঠিক তখন প্রতিপক্ষের নিয়ম লংঘনের সুবিধাভোগ করলো ভারত।

শেষ পাঁচ ওভারে ভারতের দরকার ছিল ৩৫ রান। কিন্তু ইনিংসে এক ওভার শেষে নতুন ওভার শুরু করতে তিনবার ৬০ সেকেন্ডের বেশি সময় নেওয়ায় শাস্তি পায় যুক্তরাষ্ট্র। পাঁচ রান যোগ হয় ভারতের স্কোরবোর্ডে, প্রয়োজন কমে দাঁড়ায় ৩০ বলে ৩০ রানে। আর পেছন ফিরতে হয়নি। ১০ বল বাকি রেখে ৭ উইকেটে জিতে যায় তারা।

গত ১ জুন থেকে পুরুষ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চালু হয়েছে স্টপ ক্লক। ওভার রেটের গতি বাড়াতে এই নিয়মের প্রবর্তন হয়। এই নিয়ম বলছে, ‘ওভারগুলোর মাঝে যেন বোলিং দল সময়ক্ষেপণ না করতে পারে, সেটাই নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে ক্লক। যদি বোলিং দল আগের ওভার শেষ হওয়ার পর ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে না পারে এবং তৃতীয়বার যদি এই ঘটনা ঘটে, তাহলে তাদের শাস্তি হিসেবে পাঁচ রান যোগ হবে প্রতিপক্ষ দলের স্কোরে।’

১৬তম ওভারের শুরুতে শাস্তি আরোপের পর মাঠেই যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারন জোন্সকে আম্পায়াররা এর ব্যাখ্যা দিয়েছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
নাসাউ পিচ পেলো ‘অসন্তোষজনক’ রেটিং
বড় অঙ্কের বোনাস ফিরিয়ে দিয়ে অর্ধেক নিলেন দ্রাবিড়!
বিশ্বকাপে না খেলেও জয়সওয়াল, চাহালরা পাচ্ছেন ৫ কোটি রুপি
সর্বশেষ খবর
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ