কানাডা ও পাকিস্তানকে হারিয়ে অনুপ্রাণিত যুক্তরাষ্ট্র ভারতকেও চেপে ধরেছিল। দুর্বোধ্য পিচে একটা সময় ভারতের প্রয়োজন বেড়ে দাঁড়ায় ৩০ বলে ৩৫ রান। কিন্তু যুক্তরাষ্ট্র শাস্তি পেয়ে সেই কাজটা সহজ করে দেয়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার গতি বাড়াতে স্টপ ক্লকের প্রবর্তন হয়েছে। আর সেই নিয়মের বেড়াজালে প্রথমবার শাস্তি পেলো এই বিশ্বকাপের চমক জাগানো দল যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে ভারতকে ১১১ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে যখন জয়ের আশা জাগিয়েছিল তারা, ঠিক তখন প্রতিপক্ষের নিয়ম লংঘনের সুবিধাভোগ করলো ভারত।
শেষ পাঁচ ওভারে ভারতের দরকার ছিল ৩৫ রান। কিন্তু ইনিংসে এক ওভার শেষে নতুন ওভার শুরু করতে তিনবার ৬০ সেকেন্ডের বেশি সময় নেওয়ায় শাস্তি পায় যুক্তরাষ্ট্র। পাঁচ রান যোগ হয় ভারতের স্কোরবোর্ডে, প্রয়োজন কমে দাঁড়ায় ৩০ বলে ৩০ রানে। আর পেছন ফিরতে হয়নি। ১০ বল বাকি রেখে ৭ উইকেটে জিতে যায় তারা।
গত ১ জুন থেকে পুরুষ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চালু হয়েছে স্টপ ক্লক। ওভার রেটের গতি বাড়াতে এই নিয়মের প্রবর্তন হয়। এই নিয়ম বলছে, ‘ওভারগুলোর মাঝে যেন বোলিং দল সময়ক্ষেপণ না করতে পারে, সেটাই নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে ক্লক। যদি বোলিং দল আগের ওভার শেষ হওয়ার পর ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে না পারে এবং তৃতীয়বার যদি এই ঘটনা ঘটে, তাহলে তাদের শাস্তি হিসেবে পাঁচ রান যোগ হবে প্রতিপক্ষ দলের স্কোরে।’
১৬তম ওভারের শুরুতে শাস্তি আরোপের পর মাঠেই যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারন জোন্সকে আম্পায়াররা এর ব্যাখ্যা দিয়েছেন।