X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রহমানউল্লাহর ক্যামিও ইনিংসে কলম্বোর দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৪, ০০:৩৩আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০০:৪৫

লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশের পারফরম্যান্স ছন্নছাড়া। হতশ্রী পারফরম্যান্সের কারণে দিনের প্রথম ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের একাদশে ছিলেন না বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। দিনের দ্বিতীয় ম্যাচেও কলম্বো স্ট্রাইকার্সের একাদশে জায়গা হয়নি তাসকিন আহমেদের। বাংলাদেশের ক্রিকেটারদের ছাড়াই গত কয়েক ম্যাচ খেলেছে দলগুলো।

রবিবার তাসকিন না খেললেও জাফনা কিংসকে উড়িয়ে দিয়েছে কলম্বো। আগে ব্যাটিং করে জাফনা ৯ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে রহমানউল্লাহ গুরবাজের ক্যামিও ইনিংসে ৯ উইকেটের দারুণ জয় পায় কলম্বো।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে কলম্বোর বোলারদের রোষানলে পড়ে ১০৯ রানে থামে জাফনার ইনিংস। ১১০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ২৫ রানে ওপেনিং জুটি ভাঙে। অ্যাঞ্জেলো পেরেরা ১৬ রানে আউট হলে ওপেনিং জুটি ভাঙ্গে। এরপর অবশ্য রহমানউল্লাহ ও মোহাম্মদ ওয়াসিম মিলে ঝড় তোলেন। মাত্র ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে কলম্বো। রহমানউল্লাহ ৩৩ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন। ওয়াসিম খেলেন ১৮ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কলম্বোর বোলারদের রোষানলে পড়ে জাফনা। বিশেষ করে পাকিস্তানের লেগস্পিনার শাদাব খানের ঘূর্ণিজাদুতে খেই হারিয়েছে জাফনা। দলের হয়ে সর্বোচ্চ বিজয়কান্ত বিয়াসকান্ত ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসের ওপর দাঁড়িয়ে জাফনা কোনোরকমে ৯ উইকেট হারিয়ে ১০৯ রানের সংগ্রহ দাঁড় করায়।

কলম্বোর বোলারদের মধ্যে শাদাব চারটি উইকেট নিয়েছেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো নেন দুটি উইকেট।

ছয় ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে কলম্বো। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে নেট রান রেটে দ্বিতীয় স্থানে জাফনা কিংস। সমান ১০ পয়েন্ট নিয়ে গল শীর্ষে অবস্থান করছে।

/আরআই/ইউএস/
সম্পর্কিত
শ্রীলঙ্কান নাগরিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৩ জনকে উদ্ধার
পাচার হওয়া অর্থ ফেরত পেতে শ্রীলঙ্কার সহযোগিতা চায় বাংলাদেশ
তাসকিনকে নয়, শার্দুলকে বেছে নিয়েছে লখনউ
সর্বশেষ খবর
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান