খুন হয়েছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ধাম্মিকা নিরোশানা। অজ্ঞাত দুর্বৃত্তর গুলিতে তার মর্মান্তিক এই মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার পুলিশ। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার আমবালানগোডায় তার বাড়ির বাইরে। হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হত্যাকাণ্ডের সময় নিরোশানার স্ত্রী ও দুই সন্তান সামনে ছিলেন।
আগেভাগে অবসর বলে দিলেও বয়স ভিত্তিক পর্যায়ে সম্ভাবনাময় ক্রিকেটারই ছিলেন নিরোশানা। যিনি সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন ২০০৪ সালে। প্রতিষ্ঠিত পেস বোলার হলেও প্রয়োজনের সময় ব্যাট চালাতে জানতেন তিনি। ২০০০ সালে লঙ্কানদের অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয় তার। তার পর স্বল্প সময়ের জন্য ২০০২ সালে নেতৃত্বে আসেন। বড়দের দলে খেলার সুযোগ না হলেও পরবর্তী সময়ের তারকা অ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গা ও ফারভিজ মারুফদের সঙ্গে সেসময় খেলেছেন।