X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

১১ রানে শরিফুলের তিন উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৪, ১৪:২৮আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৪:২৮

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন শরিফুল ইসলাম। বুধবার রাতে সব কিছুকেই ছাড়িয়ে গেছেন তিনি! ১১ রানে তিন উইকেট নিয়ে বাংলা টাইগার্স মিসিসাউগার তৃতীয় জয়ে অবদান রেখেছেন। এদিকে, ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে অবদান রেখেছেন সাকিব আল হাসান। 
 
ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগার প্রতিপক্ষ ছিল সারে জাগুয়ার্স। আগে ব্যাটিং করা জাগুয়ার্স ১০১ রান করতে পারে। ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব ও শরিফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। শরিফুল ৪ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। এর মাঝে দশম ওভারে শেষ দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সফল হননি তিনি। অবশ্য ফিরতি ওভারে দেন মাত্র ৪ রান। শরিফুল এদিন ডট বল দিয়েছেন ১৪টি। এছাড়া সাকিব ৪ ওভারে ২১ রানে নেন ২ উইকেট। ডেভিড ভিসা নেন দুই উইকেট। সবমিলিয়ে বাংলা টাইগার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাগুয়ার্সের ইনিংস ১০১ রানেই থেমে যায়। 

যদিও জাগুয়ার্সের ১০২ রান তাড়া করতে নেমে ঘাম ছুটে গেছে বাংলা টাইগার্সের। ১৯ ওভার পর্যন্ত খেলে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স খুঁইয়েছে ৬ উইকেট। তবে প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও ভিসার ব্যাটিংয়ে জিতেছে বাংলা টাইগার্স। টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। এদিন ১৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২৭ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন। ৪ ওভার বোলিংয়ে ১৭ রানে নিয়েছেন ২ উইকেট। দুটি ক্যাচও ধরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার। সব মিলিয়ে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

দলের টপ অর্ডার ধসে পড়ার পর অভিজ্ঞ সাকিবের দায়িত্ব ছিল দলকে টেনে নেওয়ার। সপ্তম ওভারে ২৭ রানে দলের দ্বিতীয় উইকেট পতনের পর উইকেটে যান তিনি। কিন্তু সুনিল নারাইনকে সুইপ করে বাউন্ডারির কাছে ধরা পড়েন ৭ বলে ১ রান করে। ৪৫ রানে ৫ উইকেট হারানো দলকে জয়ের বন্দরে নিয়ে যান মূলত ডেভিড ভিসাই।   

বুধবার ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলা টাইগার্স। চার ম্যাচে তিন জয়ে দলটির পয়েন্ট এখন ৬, নেট রানরেট -০.০০৯।  সমান ৬ পয়েন্ট নিয়ে নীটরান রেটে এগিয়ে থেকে মন্ট্রিয়ল টাইগার্সের অবস্থান শীর্ষে। তাদের নেট রানরেট +১.৪১৭। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে স্কোয়াডে রাখেনি রংপুর
সিনেমা করেও ক্রিকেটার সাকিবের অস্বীকার, বিপাকে নির্মাতা!
সিপিএলে দল পেলেন সাকিব
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে