X
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১

১১ রানে শরিফুলের তিন উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৪, ১৪:২৮আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৪:২৮

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন শরিফুল ইসলাম। বুধবার রাতে সব কিছুকেই ছাড়িয়ে গেছেন তিনি! ১১ রানে তিন উইকেট নিয়ে বাংলা টাইগার্স মিসিসাউগার তৃতীয় জয়ে অবদান রেখেছেন। এদিকে, ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে অবদান রেখেছেন সাকিব আল হাসান। 
 
ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগার প্রতিপক্ষ ছিল সারে জাগুয়ার্স। আগে ব্যাটিং করা জাগুয়ার্স ১০১ রান করতে পারে। ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব ও শরিফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। শরিফুল ৪ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। এর মাঝে দশম ওভারে শেষ দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সফল হননি তিনি। অবশ্য ফিরতি ওভারে দেন মাত্র ৪ রান। শরিফুল এদিন ডট বল দিয়েছেন ১৪টি। এছাড়া সাকিব ৪ ওভারে ২১ রানে নেন ২ উইকেট। ডেভিড ভিসা নেন দুই উইকেট। সবমিলিয়ে বাংলা টাইগার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাগুয়ার্সের ইনিংস ১০১ রানেই থেমে যায়। 

যদিও জাগুয়ার্সের ১০২ রান তাড়া করতে নেমে ঘাম ছুটে গেছে বাংলা টাইগার্সের। ১৯ ওভার পর্যন্ত খেলে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স খুঁইয়েছে ৬ উইকেট। তবে প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও ভিসার ব্যাটিংয়ে জিতেছে বাংলা টাইগার্স। টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। এদিন ১৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২৭ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন। ৪ ওভার বোলিংয়ে ১৭ রানে নিয়েছেন ২ উইকেট। দুটি ক্যাচও ধরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার। সব মিলিয়ে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

দলের টপ অর্ডার ধসে পড়ার পর অভিজ্ঞ সাকিবের দায়িত্ব ছিল দলকে টেনে নেওয়ার। সপ্তম ওভারে ২৭ রানে দলের দ্বিতীয় উইকেট পতনের পর উইকেটে যান তিনি। কিন্তু সুনিল নারাইনকে সুইপ করে বাউন্ডারির কাছে ধরা পড়েন ৭ বলে ১ রান করে। ৪৫ রানে ৫ উইকেট হারানো দলকে জয়ের বন্দরে নিয়ে যান মূলত ডেভিড ভিসাই।   

বুধবার ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলা টাইগার্স। চার ম্যাচে তিন জয়ে দলটির পয়েন্ট এখন ৬, নেট রানরেট -০.০০৯।  সমান ৬ পয়েন্ট নিয়ে নীটরান রেটে এগিয়ে থেকে মন্ট্রিয়ল টাইগার্সের অবস্থান শীর্ষে। তাদের নেট রানরেট +১.৪১৭। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
চেক ডিজঅনার মামলাসাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
বোলিংয়ে নিষিদ্ধই থাকলেন সাকিব
এক বছরের নিষেধাজ্ঞার মুখে সাকিব!
সর্বশেষ খবর
সরকারের সহনশীলতার কারণে এগুলো ঘটছে
বর্তমান পরিস্থিতি নিয়ে আসিফ নজরুলসরকারের সহনশীলতার কারণে এগুলো ঘটছে
শুরু হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি
শুরু হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি
লক্ষ্মীপুরে যুবলীগ-শ্রমিক লীগের ৩ নেতার বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ
লক্ষ্মীপুরে যুবলীগ-শ্রমিক লীগের ৩ নেতার বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ
নামাজের সময় গান বাজানোর অভিযোগে মহিলা কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে হামলা
নামাজের সময় গান বাজানোর অভিযোগে মহিলা কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে হামলা
সর্বাধিক পঠিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
এভাবে আর কতদিন, সমস্যা সমাধান করতে হবে: জনপ্রশাসন সচিব
এভাবে আর কতদিন, সমস্যা সমাধান করতে হবে: জনপ্রশাসন সচিব