ভারতের বিপক্ষ পেস আক্রমণ নিয়ে ভীষণ বিপদেই পড়ে গেলো শ্রীলঙ্কা। চোট নিয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা। পাথিরানা কাঁধে চোট পেয়েছেন। মাদুশাঙ্কার হ্যামস্ট্রিং ইনজুরি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শুক্রবার। ওই ম্যাচে পাথিরানা ও মাদুশাঙ্কার দুজনেরই একাশে থাকার সম্ভাবনা ছিল।তাদের আগেই আবার ছিটকে গেছেন দুশমান্থা চামিরা ও নুয়ান থুশারা। এই দুজনেই টি-টোয়েন্টি সিরিজ মিস করেছেন।
পেস আক্রমণে শক্তি কমে যাওয়ায় এবার আনক্যাপড ডানহাতি পেসার মোহাম্মদ শিরাজকে এনেছে তারা। পরে বিবৃতিতে আরও জানানো হয়, আরও একজন আনক্যাপড ডানহাতি পেসারও দলে অন্তর্ভুক্ত হয়েছেন। তার নাম এহসান মালিঙ্গা। আরও তিনজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। তারা হলেন- ব্যাটার কুশল পেরেরা, সিমার প্রমোদ মাদুশান ও স্পিনার জাফরে ভেন্ডারসে।