X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

চারশর আগেই ভারতকে থামাতে চান হাসান

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫২

হাসান মাহমুদকে বুঝে উঠতে পারেনি ভারত। সকালে বাংলাদেশি পেসারের কাছে প্রথম তিন ব্যাটার ৩৪ রানের মধ্যে নিজেদের বিলিয়ে দেন। তারপর ঋষভ পান্ত ও যশস্বী জয়সওয়ালের প্রতিরোধও ভেঙে দেন হাসান। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটিতে বাংলাদেশের কাছ থেকে দিন কেড়ে নেন। আর কোনও উইকেট না হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। দিনের খেলা শেষ করে হাসান জানালেন, চারশ রানের আগে ভারতকে অলআউট করার লক্ষ্য তাদের।

হাসানের দুর্দান্ত বোলিংয়ে রোহিত শর্মা, শুবমান গিল এবং বিরাট কোহলি ব্যর্থ হন। গিল ডাক মারেন, রোহিত ও কোহলি ৬ রান করেন। প্রতিরোধ গড়ার পর ৩৯ রান করে পান্তও হাসানের শিকার হন। তারপর নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় সেশনে একটি করে উইকেট তুলে নেন। শেষ সেশনে আর বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। অপরাজিত সেঞ্চুরিতে অশ্বিন ও জাদেজা ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন।

১০৮ বলে সেঞ্চুরি পাওয়া অশ্বিন ১১২ বলে ১০২ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গে জাদেজাও পাচ্ছেন সেঞ্চুরির সুবাস, ১১৭ বলে ৮৬ রান করেছেন।

ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে না থাকলেও হাসান আশাবাদী, ‘আমার কাছে মনে হচ্ছে যে চারশর আগে আউট করতে পারলে ভালো হবে। এখন এই উইকেটে ব্যাটিং করা সহজ হয়ে গেছে। চাপ সৃষ্টি করার চেষ্টা করছি। কাল ইনশাআল্লাহ সেটাই করবো।'

চার উইকেট নেওয়া হাসান বোলিং নিয়ে আক্ষেপ করলেন, 'আমার কাছে মনে হয় বোলিংটা আরেকটু ইকোনমিক্যাল হতে পারতো। আরেকটু গোছানো বোলিং হলে ভালো হতো। চেষ্টা করছি যেন আরও ভালো জায়গায় বোলিং করে ব্যাটারদের চাপে রাখা যায়। এখন মোমেন্টামটা ওদের দিকে আছে। চেষ্টা করবো যদি আগে আগে উইকেট নিতে পারি, তাহলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। ওদের চারশর আগে আউট করতে পারবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বৃহস্পতিবার
দলে নিঃস্বার্থ ক্রিকেটারদের চান সূর্যকুমার
বাংলাদেশের বোলারদের লজ্জায় ডুবিয়ে ভারতের রেকর্ড
সর্বশেষ খবর
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক