X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

আগামী বছর থেকে সব ফরম্যাটে ক্যারিবীয়দের কোচ স্যামি

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১১:০২আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৮

গত বছর থেকে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের কোচের দায়িত্ব পালন করছেন ড্যারেন স্যামি। এবার তার দায়িত্ব আরও বাড়লো। আগামী বছরের এপ্রিল থেকে টেস্ট দলেরও কোচ হিসেবে থাকবেন তিনি। তিনি মূলত স্থলাভিষিক্ত হবেন আন্দ্রে কোলের। 

স্যামির নতুন দায়িত্বের কথা সংবাদ সম্মেলনে জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বাসকম্ব। এর প্রতিক্রিয়ায় স্যামি জানিয়েছেন, এমন কিছু যে হবে সেটা মোটেও জানতেন না তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজকে যে কোনও ফরম্যাটে প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। সেটা যে কোনও পজিশনেই হোক না কেন। তবে খবরটা ছিল আমার কল্পনার বাইরে।’ 

স্যামির অধীনে ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ সালের মে মাসের পর থেকে ২৮ ওয়ানডের ১৫টিতে জিতেছে। সাত দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে জিতেছে ৪টি। টি-টোয়েন্টিতেও ঘরের মাঠে জিতেছে ৪টি সিরিজ। প্রতিপক্ষ ছিল ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে হেরেছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে। সব মিলে এই সময়ে ৩৫টি টি-টোয়েন্টির ২০টিতে জিতেছে তারা।

টেস্টে কোলের অধীনে ২০২৩ সালের মে মাসের পর থেকে পরাজয়ের সংখ্যাই বেশি। হেরেছে ৭টি ম্যাচ। জয় ও ড্র দুটি করে। এমনকি এই সময়ে একটি সিরিজও জেতেনি তারা। যে কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তলানিতে তাদের অবস্থান। তাই সাফল্য বিবেচনায় স্যামিকেই সব ফরম্যাটে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।  বোর্ডের ক্রিকেট ডিরেক্টর মাইলস বাসকম্ব বলেছেন, ‘বর্তমান ক্যাম্পেইনের পর আমরা স্যামির দায়িত্ব আরও বাড়িয়ে দেবো। সেখানে টেস্টের দায়িত্বও অন্তর্ভুক্ত হবে। তাই আমরা পরের গ্রীষ্মে যখন অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবো, স্যামি সিনিয়র দলটির কোচের দায়িত্ব পালন করবে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
আবার টেস্টের শীর্ষ ব্যাটার ব্রুক
বাংলাদেশের বিপক্ষে নেই শাদাব, হারিস
টেস্ট ইতিহাসে যেখানে মুল্ডারই ‘প্রথম’
সর্বশেষ খবর
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের আনুষ্ঠানিক বিচার শুরু
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের আনুষ্ঠানিক বিচার শুরু
ভুটানে বাংলাদেশ দূতাবাসে ৪ দিনব্যাপী আর্ট ক্যাম্প
ভুটানে বাংলাদেশ দূতাবাসে ৪ দিনব্যাপী আর্ট ক্যাম্প
ডিএমপির সহযোগিতা চেয়েছে জামায়াত
ডিএমপির সহযোগিতা চেয়েছে জামায়াত
সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ
সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল