X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

দুই স্তরের টেস্ট ক্রিকেটের সমালোচনায় ক্লাইভ লয়েড  

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৫, ১৬:০২আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:০২

নতুন করে আলোচনায় ক্রিকেটের তিন মোড়ল। টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার ব্যাপারে আলোচনা চালাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। পরিকল্পনা মূল উদ্দেশ্যই হচ্ছে তারা যেন একে অপরের বিপক্ষে বেশি করে খেলার সুযোগ পেতে পারে। এমন খবর প্রকাশের পর থেকেই নানামুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড তো ভীষণ বিরক্ত এমন আলোচনায়। 

তিন মোড়লের সাম্প্রতিক এই পরিকল্পনার খবর নিয়ে সংবাদ প্রকাশ করেছে সিডনি মর্নিং হেরাল্ড। সেই খবরে বলা হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে আইসিসি চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি জয় শাহ খুব শিগগির অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ক্লাইভ লয়েড অবশ্য ব্যাপারটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। তার মতে, এমন সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের মতো দলের ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবে। তিনি বলেছেন, ‘আমার মনে হয় এমন সিদ্ধান্ত ভয়াবহ হয়ে দাঁড়াবে সেসব দেশগুলোর জন্য, যারা টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে অনেক পরিশ্রম করেছে।’

দুই স্তর নিয়ে যে খুব সন্তুষ্ট নন সেটা বোঝা গেছে তার কথায়, ‘এমনটা হলে নিচের সারির দলগুলো নিজেদের মাঝে খেলবে। সেক্ষেত্রে তারা উন্নতি কীভাবে করবে?’

কিছুদিন আগে সাবেক আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজকে ক্রিকেটে খেলা উচিত পৃথক দেশ হিসেবে। এমন ধারণার কঠোর সমালোচনা করেছেন লয়েড, ‘দেখুন ওয়েস্ট ইন্ডিজের একটা ইতিহাস আছে। এখন অর্থনৈতিক অবস্থা ভালো নয় দেখে বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পৃথকভাবে খেলা উচিত। কল্পনা করা যায় তারা এখন ওয়েস্ট ইন্ডিজকে এভাবে দেখছে।। এটা কোনও সমাধান হতে পারে না। সমাধান হতে পারে তাদের (ওয়েস্ট ইন্ডিজ ও অন্যান্য দল) সমান পরিমাণ অর্থ দেওয়া। যাতে তারা নিজেদের সুযোগ-সুবিধা বাড়াতে পারে এবং ভালো কাঠামো দাঁড় করাতে পারে, যার মাধ্যমে ক্রিকেটে উন্নতি করবে।’      

এ সময় তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেরও সমালোচনা করেছেন, ‘চক্রটা মোটেও ভালোভাবে সংগঠিত না।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রটি দুই বছর মেয়াদী। তাতে অবশ্য ১২টি টেস্ট খেলুড়ে দল অংশ নেয় না। বাদ থাকে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। আর চক্রে থাকা বাকি ৯ দলও একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পায় না। লয়েড তাই বলেছেন, ‘এটা মোটেও ভালোভাবে সংগঠিত নয়। আইসিসি ও বোর্ডগুলোর উচিত বসে একটা কাঠামো তৈরি করা। যেখানে শুধু টি-টোয়েন্টি থাকলে হবে না। কারণ লোকজন এখনও টেস্ট ক্রিকেট দেখতে চায়, যতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলে। আমরা সবাই সেই কাঠামোর অংশ হবো।’

/এফআইআর/      
সম্পর্কিত
‘বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় ভবিষ্যতে অনেক সাহায্য করবে’
প্রথম ম্যাচে উড়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের রেকর্ড জয় 
ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের নামে স্ট্যান্ড
সর্বশেষ খবর
বিদেশে ভাষা কোর্সের ফি পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
বিদেশে ভাষা কোর্সের ফি পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগী হওয়ার আহ্বান ইউজিসি’র
নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগী হওয়ার আহ্বান ইউজিসি’র
পদত্যাগ করে ক্যাম্পাস ছাড়লেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য
পদত্যাগ করে ক্যাম্পাস ছাড়লেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য
বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদার চেয়ে বেশি রয়েছে কোরবানিযোগ্য পশু
ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদার চেয়ে বেশি রয়েছে কোরবানিযোগ্য পশু
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা
শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা