X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সিলেট পর্ব শেষেও শীর্ষে রংপুর, পারফরম্যান্সে এগিয়ে তাসকিন-জাকির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ১৭:০০আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:০৭

সিলেট পর্ব শেষে বিপিএল এখন চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো। সিলেট পর্ব শেষে ৭ ম্যাচে ৭ জয় নিয়ে শীর্ষে আছে রংপুর রাইডার্স। বিপরীত চিত্র ঢাকা ক্যাপিটালসের। টানা ৬ ম্যাচ হারা দলটি সিলেটে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে। তাদের অবস্থান তলানীতে। এছাড়া ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে আছেন জাকির হাসান ও তাসকিন আহমেদ। জাকির ব্যাটিংয়ে অন্যদিকে তাসকিন শীর্ষে  আছেন বোলিংয়ে।

সোমবার রাতে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা সপ্তম জয় পেয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। সমান ৭ ম্যাচ খেলে ঢাকার পয়েন্ট মাত্র ২। ৬টি করে ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজশাহীও। দুটি দলটই ২টি করে ম্যাচ জিতেছে। সিলেটের অবস্থান পাঁচে আর রাজশাহী আছে ছয় নম্বরে।

এছাড়া এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। পাঁচ ম্যাচ ৩ জয়ে তিন নম্বরে আছে তামিম ইকবালের বরিশাল। আর ২ জয়ে চারে খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে সবচেয়ে কম ম্যাচ খেলা চিটাগং কিংস। ৪ ম্যাচ খেলে ৩ জয়ে তাদের পয়েন্ট ৬। বরিশালের পয়েন্টও একই হলেও নেট রানরেটে এগিয়ে গেছে চিটাগং।

এদিকে, ব্যক্তিগত পারফরম্যান্সে দেশীয় খেলোয়াড়দের জয়জয়কার। ঢাকা পর্ব শেষে দেশীয় ক্রিকেটাররা আধিপত্য দেখিয়েছিল। সিলেটেও এর ব্যতিক্রম হয়নি। বোলিংয়ের শীর্ষ পাঁচের চারজনই বাংলাদেশি। ব্যাটিংয়েও একই অবস্থা।  ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান।  ছয় ম্যাচ খেলে তিনটি হাফ সেঞ্চুরিতে তার রান ২৫১ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন চিটাগং কিংসের পাকিস্তানি ক্রিকেটার উসমান খান। এক সেঞ্চুরি  ও দুই হাফ সেঞ্চুরিতে তার রান ২৪৯। ২৪৬ রান করে তৃতীয় অবস্থানে আছেন ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম। শুরুর চার ম্যাচে অফফর্মে থাকা লিটন শেষ দুই ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরি করে চার নম্বরে উঠে গেছেন। ৬ ম্যাচে তার রান ২৪০। ২২৮ রান করে রংপুরের সাইফ হাসান আছেন পাঁচ নম্বরে।

বল হাতে ছয় ম্যাচ খেলে শীর্ষে থাকা রাজশাহীর তাসকিন আহমেদের শিকার ১৪ উইকেট।  খুলনা টাইগার্সের আবু হায়দার রনি ১১ উইকেট নিয়ে আছেন দুই নম্বরে। সমান উইকেট নিয়ে সিলেটের তানজিম হাসান সাকিব আছেন তিন নম্বরে। রংপুর রাইডার্সের খুশদিল শাহ ৯  উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে আছেন। রংপুরের শেখ মেহেদী হাসান সমান ৮ উইকেট নিয়ে আছেন পঞ্চম স্থানে।

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের তৃতীয় পর্ব। সেখানে ৬ দিনে মাঠে গড়াবে ১২ ম্যাচ। ২৩ জানুয়ারি শেষ হবে চট্টগ্রাম পর্বের খেলা। এরপর ঢাকায় ফিরে আসবে বিপিএল।  ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল দিয়ে শেষ হবে একাদশতম আসর।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
তাসকিনকে নয়, শার্দুলকে বেছে নিয়েছে লখনউ
তাসকিনের ফেরার ম্যাচে মোহামেডানের বড় জয়
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতাসকিনের বেতন ১০ লাখ, সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ
সর্বশেষ খবর
দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ
দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’