X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

পারিশ্রমিক ইস্যুতে বিদেশি ক্রিকেটাররা নেই, স্থানীয়দের নিয়েই মাঠে রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪০

বিপিএল মানেই বিতর্ক। প্রতি আসরেই অদ্ভুত সব ঘটনা দিয়ে শেষ হয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এবার যেন সব কিছুকে ছাড়িয়ে গেল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি। খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে আগের আসরগুলোতেও কম বেশি সমালোচনা ছিল। কিন্তু এবার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পেশাদারিত্বের অভাব প্রকটভাবেই ফুটে উঠেছে। এমনই অবস্থা যে কয়েক দফা পদক্ষেপ নিয়ে তাদের ক্রিকেটাররা একবার অনুশীলন বয়কট করেছেন। এবার তো ম্যাচ বয়কটের হুমকিই দিয়েছিলেন। তবে স্থানীয় ক্রিকেটারদের বুঝিয়ে শুনিয়ে মাঠে আনা গেলেও বিদেশিদের মাঠে আনতে পারেনি দলটির কর্ণধাররা। ফলে স্থানীয় ক্রিকেটারদের নিয়েই মাঠে নামতে হয়েছে রাজশাহীকে।

মূলত বিশেষ ব্যবস্থায় স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মাঠে নামার সুযোগ করে দিয়েছে বিপিএলের টেকনিক্যাল কমিটি। এই সুযোগ নিয়েই রাজশাহী স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমেছে।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিদেশি খেলোয়াড়রা না থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজকে রংপুর রাইডার্সের বিপক্ষে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে মাঠে নামার জন্য বিশেষ অনুমোদন চেয়ে আবেদন করেছে দুর্বার রাজশাহী। তাদের অনুরোধ বিবেচনা করে ম্যাচ প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ক্লজ অনুযায়ী টেকনিক্যাল কমিটি এই ম্যাচের জন্য শুধু বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে দুর্বার রাজশাহীকে অনুমতি দিয়েছে।’

রবিবার সকাল থেকেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে আসবেন না রাজশাহীর ক্রিকেটাররা। এমন ঘটনার সত্যতা শুরুতে পাওয়া না গেলেও রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়ের পোস্টের পর ঠিকই বুঝে নেওয়া যাচ্ছে পরিস্থিতি কী দাঁড়িয়েছে! চেক পাওয়ার পর স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে তোলা সেলফি পোস্ট করেছেন বিজয়। চেক পেয়ে কতটা খুশি সেটি তাদের ছবিই স্পষ্ট! চেক পাওয়ার পরই স্থানীয় ক্রিকেটাররা মাঠে আসেন। তবে বাদ যান বিদেশি ক্রিকেটাররা।

প্রতিপক্ষ রংপুর যেখানে নিয়ম মেনে খেলা শুরুর দুই ঘণ্টা আগে মাঠে এসেছিল, সেখানে দুর্বার রাজশাহীর দেখা নেই! বিকেল ৫টার দিকে রংপুর মাঠে আসার প্রায় ১ ঘণ্টা পর স্টেডিয়ামে প্রবেশ করে রাজশাহীর দল। তবে বিদেশি ক্রিকেটারদের কাউকেই দেখা যায়নি ড্রেসিংরুমের সামনে। ওয়ার্মআপ করেছেন কেবল স্থানীয় ক্রিকোটররাই। নিয়ম অনুযায়ী কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটারকে একাদশে খেলাতে হবে। কিন্তু বিদেশি ক্রিকেটাররা যেখানে মাঠে নেই, কীভাবে নিয়ম মেনে ম্যাচ হবে সেটিই এখন প্রশ্ন!

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বিপিএলে টিকিট বিক্রি থেকে রেকর্ড আয়, ভাগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা
বেলস পার্কে জনসমুদ্র, নিরাপত্তার কারণে পণ্ড কনসার্ট, তামিমদের দুঃখ প্রকাশ
অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা, ট্রফি উঁচিয়ে ধরেই মঞ্চ ত্যাগ করলেন তামিম-মুশফিকরা
সর্বশেষ খবর
বগুড়ায় দুই সাংবাদিকদের ওপর হামলা: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
বগুড়ায় দুই সাংবাদিকদের ওপর হামলা: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
গণমাধ্যমকে ‘মব হুমকি’, যা বললেন প্রেস সচিব
গণমাধ্যমকে ‘মব হুমকি’, যা বললেন প্রেস সচিব
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার রংপুরে গণপদযাত্রা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার রংপুরে গণপদযাত্রা
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার