X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

জানুয়ারির মাসসেরা ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিক্যান

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪

পুরুষ বিভাগে জানুয়ারির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান।  

পাকিস্তানে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই স্বীকৃতি পেয়েছেন তিনি। সিরিজে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। শুধু কি তাই? এশিয়ায় ৩৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট জয়ে বল হাতে অবদান রেখেছেন তিনি।  

নিজের প্রতিক্রিয়ায় ওয়ারিক্যান বলেছেন, ‘এই পুরস্কার জয় আমার জন্য অনেক গর্বের। এই বছরের অন্যতম লক্ষ্য ছিল টেস্ট ক্রিকেটে প্রথম পাঁচ উইকেট প্রাপ্তি। কিন্তু সেটা এরকম বড় কিছু হবে সেটা কল্পনাও করিনি। এটাকে আমার ক্যারিয়ারের উন্নতির পথে একটা ছোট ধাপ হিসেবে দেখছি। ভবিষ্যতে এখন আরও অনেক কিছু পাওয়ার অপেক্ষায়। আমি অধিনায়ককে এই সিরিজে কিছু বিশেষ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিশেষ করে যখন আমার বাবা—আমার সবচেয়ে বড় সমর্থক—আমার জন্য অসাধারণ পারফরম্যান্সের ভবিষ্যদ্বাণী করেছিলেন।’

পাকিস্তানে স্পিন সহায়ক উইকেটে প্রতিপক্ষের জন্য ভয়ংকর হয়ে উঠেছিলেন ওয়ারিক্যান। প্রথম টেস্টে মুলতানে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০১ রানে নেন ১০ উইকেট। ব্যাট হাতেও অপরাজিত থাকেন ৩১* রানে। কিন্তু সাজিদ খানের ১১৫ রানে ৯ উইকেট শিকারে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তেমন কিছু করতে পারেননি। ক্যারিবিয়ানরা ম্যাচ হেরে যায় ১২৭ রানে।

এরপর দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ান ওয়ারিক্যান। প্রথমে ব্যাট হাতে ১১ নম্বরে নেমে লড়াকু ৩৬ রানের ইনিংস খেলেন। যা ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডকে ৯ উইকেটে ৯৫ রান থেকে পৌঁছে দেয় ১৬৩ রানে। এরপর বল হাতে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে দলকে কিছুটা এগিয়ে রাখতে অবদান রাখেন তিনি।

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে করেছেন ১৮ রান। তাছাড়া শেষ ইনিংসে ২৭ রানে ৫ উইকেট শিকারে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে অবদান রেখেছেন। তাতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ পায় ১২০ রানের বড় জয়। 
 

/এফআইআর/
সম্পর্কিত
রোহিতের অবসরে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে গিল
ভারত-পাকিস্তান সংঘাত: সূচি অনুযায়ী মাঠে গড়াবে পিএসএল 
ভারতের পেসারকে প্রাণনাশের হুমকি 
সর্বশেষ খবর
যমুনায় অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
যমুনায় অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ