X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

দলে কেউ অটোচয়েজ না: শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দুই ম্যাচই খেলেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার চলতি টুর্নামেন্টে কোন অবদানই রাখতে পারেননি।  তাদের অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটে কোন কাজেই লাগছে না। সোমবার নিউজিল্যন্ডের বিপক্ষে দুই অভিজ্ঞ ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, দলের প্রয়োজনেই মাহমুদউল্লাকে ফেরানো হয়েছে। আর দুই ম্যাচ ব্যর্থ হওয়া মুশফিক পরের ম্যাচে ক্যামবেক করবেন। শান্তর দাবি, দলের কেউ অটোচয়েজ নয়।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মারা মুশফিক গতকাল (সোমবার) দ্বিতীয় ম্যাচে করেছেন ৫ বলে ২ রান। অন্যদিকে মাহমুদউল্লাহর প্রথম ম্যাচে খেলা হয়নি। সোমবার খেলতে নেমে ১৪ বলে করেছেন ৪ রান। ফিল্ডিংয়ের সময় সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রর ক্যাচও মিস করেছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে উঠে প্রশ্ন। অটো চয়েজ বলেই কি একাদশে সুযোগ পাচ্ছেন মুশফিক-মাহমুদউল্লাহ?
 
জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘না না, এই টিমে কেউ অটোচয়েজ না। সৌম্য টপ অর্ডারে খেলে, রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। সৌম্য যদি খেলতো তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগতো। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল। শেষ ৪-৫ ইনিংস যদি দেখেন রিয়াদ ভাই খুবই ভালো ব্যাটিং করেছে। তাই দরকার ছিল।’

বাংলাদেশের অধিনায়ক দুই সিনিয়র ক্রিকেটারকে আলাদা ভাবে দেখতে চান না বলে জানিয়েছেন, ‘দুই সিনিয়রকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয় দল হিসেবে আমরা ভালো খেলিনি। সিনিয়র দেখে তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি থাকবে এমনও না। পুরো ব্যাটিং গ্রুপ আমরা ভালো করিনি।’

মুশফিককে নিয়ে শান্ত বলেছেন, ‘মুশফিক ভাইয়ের ৪-৫ ইনিংস নিয়ে চিন্তিত ছিলাম না। কিপিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আগে আমরা দেখেছি উনি কীভাবে দলের জন্য অবদান রেখেছেন। শেষ ৩ ইনিংস হয়তো হয়নি, হতে পারে। হয়তো পরের ম্যাচে উনি কামব্যাক করবেন।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
নাহিদকে নিয়ে উইলিয়ামসের মন্তব্যের জবাব দিলেন শান্ত
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় রোহিতদের জন্য ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা
নাহিদ-রিশাদদের পিএসএল খেলতে দেওয়া উচিত বলে মনে করেন শান্ত
সর্বশেষ খবর
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
পাকিস্তানে ভারতের হামলা: দরপতনের ঝুঁকিতে ভারতীয় রূপি
পাকিস্তানে ভারতের হামলা: দরপতনের ঝুঁকিতে ভারতীয় রূপি
ইন্টারের কোচ হয়ে আমি ভীষণ আনন্দিত: ইনজাগি 
ইন্টারের কোচ হয়ে আমি ভীষণ আনন্দিত: ইনজাগি 
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের