X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

মুশফিককে সংবর্ধনা দেবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১৪:০৮আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৪:০৮

আড়াই বছর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মুশফিকুর রহিম। গত সপ্তাহে বিদায় নিয়েছেন ওয়ানডে থেকেও। সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নিলেও টেস্ট খেলা চালিয়ে যাবেন বাংলাদেশের সেরা উইকেট কিপার ব্যাটার। মাঠ থেকে মুশফিক বিদায় নেওয়ার সুযোগ পাননি, তবে মুশফিককে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সংস্থার সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দেখতে পাকিস্তান গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুক্রবার তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরে সকালে উপস্থিত হন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে ১২ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া তৃতীয় বিভাগ বাছাই লিগের উদ্বোধন করেন তিনি। এ সময় বিসিবি সভাপতি মুশফিককে সংবর্ধনা দিতে চাওয়ার বিষয়টি জানান। এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেছেন, ‘(মুশফিককে সংবর্ধনা) এটা আমরা পরিকল্পনা করবো। এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক সম্ভবত দেশের একজন কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছর আমাদের পথপরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসেছে, তার মধ্যে সে অন্যতম একজন নাবিক, যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে। আমি মনে করতে পারি, ২০০৫ সালে ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে, পরে ২০০৭ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত... সে যে পথটা দেখিয়েছে, তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ব্যাপার হবে। ক্রিকেট বোর্ড থেকে অত্যন্ত কৃতজ্ঞচিত্তে তার সব অর্জন স্মরণ করেছি আমরা।  আমরা চেষ্টা করবো, ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা কবো, কীভাবে তাকে সংবর্ধনা দেওয়া যায়।’

তৃতীয় বিভাগ বাছাই লিগে অংশ নেওয়া ৬০ দলের ক্রিকেটাররা ১২টি গ্রুপে ভাগ হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অংশগ্রহণকারী ক্রিকেটারদের শপথ বাক্য পাঠ করান অধিনায়ক শান্ত। এত দিন পর আবারও ১২০০ ক্রিকেটার নিয়ে বড় পরিসরে একটি লিগ আয়োজন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন ফারুক আহমেদ, ‘এখান থেকে কিছু র- ট্যালেন্ট আসবে। সবসময় যে এখান থেকে ক্রিকেটার পাবো তা জরুরি নয়। তবে আমরা তো ট্যালেন্ট হান্টিং করতাম আগে। ওই ট্যালেন্ট হান্টিংয়ের মতো ব্যাপার হবে। তরুণ ক্রিকেটারদের মধ্যে যারা প্রতিভাবান থাকবে, আমাদের লোকজন খেলা দেখবে, তারা প্রতিভাবান ছেলেদের খুঁজে বের করবে। সংখ্যায় যতই হোক, পরবর্তীতে তাদের যেন আমরা পরিচর্যা করতে পারি। র- ট্যালেন্ট বের করার জন্য এই ধরনের টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ।’

এদিকে, এফটিপির বাইরে বাংলাদেশে পাকিস্তান সফর নিয়ে আশাবাদী ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনও টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
ফারুক আহমেদের সম্মানহানি করতেই অপপ্রচার চালানো হয়েছে: বিসিবি 
পাল্টা অভিযোগ দেবব্রতর, অডিও রেকর্ড প্রকাশের দাবি
সর্বশেষ খবর
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’