মিরপুরে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে রূপগঞ্জ ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে গুলশান ক্রিকেট ক্লাব ৪৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। রূপগঞ্জকে ২২৮ রানে বেঁধে ফেলতে ভূমিকা রাখেন আসাদুজ্জামান পায়েল। ৫৩ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন গুলশানের এই পেসার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গুলশান। অমিত মজুমদারের ৮৮ রানের ইনিংসের ওপর ভর করে তারা ২২৮ রান করে। ২২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে গুলশান শুরুটা ভালো করে। দুই ওপেনার মিলে গড়েন ৯৫ রানের জুটি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪০ রানে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর খালিদ হাসানের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে আউট হন জাওয়াদ আবরার। ৭৫ বলে ৯ চারে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। এরপর খালিদ (৪৩) ও নাঈম হাসান (২১) আউট হলেও গুলশানের ম্যাচ জিততে সমস্যা হয়নি। ইফতেখার হোসেন ইফতি ২৫ এবং হাবিবুর শেখ মুন্না ২৪ রানে অপরাজিত থেকে জিতিয়ে মাঠ ছাড়েন।
রূপগঞ্জের বোলারদের মধ্যে মাহমুদুল হাসান তিনটি ও ফরহাদ হোসেন নেন একটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০৮ বলে ১০ চার ও ১ ছক্কায় অমিত নিজের ইনিংসটি সাজান। এছাড়া আরিফুল হকের ৩৫ বলে ৪০ এবং আল আমিন জুনিয়রের ২৮ রান ভূমিকা রেখেছে।
গুলশানের বোলারদের মধ্যে পায়েলের সঙ্গে নিহাদুজ্জামান ৪৫ রানে শিকার করেন তিনটি উইকেট।