চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর নতুনভাবে শুরু করতে চেয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ড সফরে পাঠানো হয় নতুন অধিনায়কও। কিন্তু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৯১ রানেই শেষ হয়েছে দলটির ইনিংস। ক্রাইস্টচার্চে মামুলি লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ড পাঁচম্যাচ সিরিজের প্রথমটি জিতেছে ৯ উইকেটে।
টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ ওভারের মধ্যে ১১ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে সফরকারী দল। শুরুতে নতুন বলে মূল হন্তারক ছিলেন পেসার কাইল জেমিসন। তাতে নিউজিল্যান্ডের মাটিতে রেকর্ড সর্বনিম্ন রানে গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস।
টপ অর্ডার ধসের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মাত্র তিনজন ডাবল ফিগারে স্কোর করতে পেরেছেন। নতুন দায়িত্ব প্রাপ্ত অধিনায়ক সালমান আগা ১৮ রান করেছেন। পঞ্চম উইকেটে টপ স্কোরার খুশদিল শাহর সঙ্গে দলকে উদ্ধারের জন্য গড়েন ৪৬ রানের জুটি। খুশদিল ৩ ছক্কায় ৩০ বলে করেছেন ৩২। তাছাড়া জাঁহাদাদ খান করেছেন ১৭ রান। পাকিস্তান পুরো ইনিংসও খেলতে পারেনি। ৮ বল আগেই গুটিয়ে গেছে।
প্রথম চারটি উইকেটের তিনটি নিয়েছেন জেমিসন। ৮ রানে তার শিকার ৩টি। ম্যাচসেরাও তিনি। তাছাড়া তার নতুন বলের সঙ্গী জ্যাকব ডাফি লেজ ছেঁটে দিতে ভূমিকা রাখেন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৪ রানে নিয়েছেন ৪টি।
নিউজিল্যান্ডে পাকিস্তানের আগের সর্বনিম্ন স্কোরটি হচ্ছে ১০১। ২০১৬ সালের সেই ম্যাচে ৯৫ রানে হেরেছিল তারা।
জবাবে স্বাগতিকদের দলের তেমন কোনও সমস্যাই হয়নি। উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার টিম সেইফার্ট। ২৯ বলে খেলেছেন ৪৪ রানের ইনিংস। তাতে ছিল ৭টি চার ও ১টি ছয়। দলীয় ৫৩ রানে তার বিদায়ের পর ১০.১ ওভারে রান তাড়ার কাজটি শেষ করেন ফিন অ্যালেন (২৯) ও টিম রবিনসন (১৮)।