X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

অবসরের জন্য প্রস্তুত নন কোহলি 

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ১৩:১০আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৩:১০

ভারতের অধিনায়ক রোহিত শর্মার অবসরের গুঞ্জন ছিল অনেক দিন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর সেই গুঞ্জনের ডালপালা ছেঁটে দিয়েছেন তিনি। একইভাবে ভারতের অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলিও ইঙ্গিত দিয়েছেন, এখনই অবসরের কথা ভাবছেন না। আর সেই অবসর সিদ্ধান্ত যে কোনও মুহূর্তে আসবে- এমনটাও উড়িয়ে দিয়েছেন তিনি।  

টেস্টে কোহলি লম্বা সময় বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেটা থামিয়েছেন গত নভেম্বর পার্থে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে। কিন্তু স্টাম্প থেকে বাইরে যাওয়া বল তাড়া করতে গিয়ে প্রায়ই উইকেট বিলিয়েছেন। যার ফলে ২৩.৭৫  গড়ে রান তুলতে পেরেছেন ১৯০। 

আইপিএল দল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অনুষ্ঠান আরসিবি ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে শনিবার এই তারকা ব্যাটার বলেছেন, সাম্প্রতিক এই পড়তি ফর্ম তাকে ২০১৪ সালে ইংল্যান্ড সফরের কথা মনে করায়। যেখানে মাত্র ১৩৪ রান করেছিলেন তিনি, ‘যদি প্রশ্ন করেন আমি কখন সবচেয়ে বেশি হতাশ ছিলাম, তাহলে সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরটাই আমার মনে এখনও তাজা হয়ে আছে। এটা সবচেয়ে তীব্র মনে হচ্ছে এখন।’

কোহলি ইঙ্গিত দিয়েছেন হয়তো ভবিষ্যতে আরও একটি অস্ট্রেলিয়া সফর পাবেন না। কিন্তু কতদিন খেলা চালিয়ে যাবেন তার একটা আভাস আছে সেই কথায়, ‘২০১৪ সালের ইংল্যান্ড সফর আমাকে অনেক দিন বেশি কষ্ট দিয়েছিল। কিন্তু এখন আর অতীতের দিকে একইভাবে তাকাতে পারি না। চার বছরে হয়তো আমি আরেকটি অস্ট্রেলিয়া সফর পাবো না। সেটা আমি নিশ্চিতও করতে পারছি না। কিন্তু অতীত জীবনে যা হয়েছে, সেটার সঙ্গে সব সময় শান্তি রেখে চলতে হবে।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ততম ফরম্যাট ছেড়েছেন কোহলি। কিন্তু এখনও বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলে যাচ্ছেন। ভারতের টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছেন। ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বলেছেন, ‘আমি খেলাটা কোনও অর্জনের জন্য খেলি না। এর প্রতি নিখাদ আনন্দ, ভালোবাসা ও উপভোগই আমার কাছে আসল। যতদিন এই ভালোবাসা অটুট থাকবে, আমি খেলা চালিয়ে যাবো। আমাকে নিজের সঙ্গে এই ব্যাপারে অন্তত সৎ থাকতে হবে।’

তার পরেই অবসর নিয়ে ৩৬ বছর বয়সী রসিকতা করে বলেছেন, ‘নড়েচড়ে বসবেন না, আমি কোনও ঘোষণা দিচ্ছি না আসলে! এখন পর্যন্ত সব ঠিক আছে।’

/এফআইআর/
সম্পর্কিত
পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার পক্ষে সৌরভ
বেঙ্গালুরুতে সাড়ে তিন হাজার রানে কোহলির ইতিহাস
কাশ্মীরে হামলার দিনেই ভারতের কোচকে প্রাণনাশের ‍হুমকি!
সর্বশেষ খবর
কনাডায় উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা
কনাডায় উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা
ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিকে পিটিয়ে হত্যা
ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিকে পিটিয়ে হত্যা
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী!   
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী!   
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
সর্বাধিক পঠিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়