X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

অবসরের জন্য প্রস্তুত নন কোহলি 

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ১৩:১০আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৩:১০

ভারতের অধিনায়ক রোহিত শর্মার অবসরের গুঞ্জন ছিল অনেক দিন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর সেই গুঞ্জনের ডালপালা ছেঁটে দিয়েছেন তিনি। একইভাবে ভারতের অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলিও ইঙ্গিত দিয়েছেন, এখনই অবসরের কথা ভাবছেন না। আর সেই অবসর সিদ্ধান্ত যে কোনও মুহূর্তে আসবে- এমনটাও উড়িয়ে দিয়েছেন তিনি।  

টেস্টে কোহলি লম্বা সময় বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেটা থামিয়েছেন গত নভেম্বর পার্থে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে। কিন্তু স্টাম্প থেকে বাইরে যাওয়া বল তাড়া করতে গিয়ে প্রায়ই উইকেট বিলিয়েছেন। যার ফলে ২৩.৭৫  গড়ে রান তুলতে পেরেছেন ১৯০। 

আইপিএল দল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অনুষ্ঠান আরসিবি ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে শনিবার এই তারকা ব্যাটার বলেছেন, সাম্প্রতিক এই পড়তি ফর্ম তাকে ২০১৪ সালে ইংল্যান্ড সফরের কথা মনে করায়। যেখানে মাত্র ১৩৪ রান করেছিলেন তিনি, ‘যদি প্রশ্ন করেন আমি কখন সবচেয়ে বেশি হতাশ ছিলাম, তাহলে সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরটাই আমার মনে এখনও তাজা হয়ে আছে। এটা সবচেয়ে তীব্র মনে হচ্ছে এখন।’

কোহলি ইঙ্গিত দিয়েছেন হয়তো ভবিষ্যতে আরও একটি অস্ট্রেলিয়া সফর পাবেন না। কিন্তু কতদিন খেলা চালিয়ে যাবেন তার একটা আভাস আছে সেই কথায়, ‘২০১৪ সালের ইংল্যান্ড সফর আমাকে অনেক দিন বেশি কষ্ট দিয়েছিল। কিন্তু এখন আর অতীতের দিকে একইভাবে তাকাতে পারি না। চার বছরে হয়তো আমি আরেকটি অস্ট্রেলিয়া সফর পাবো না। সেটা আমি নিশ্চিতও করতে পারছি না। কিন্তু অতীত জীবনে যা হয়েছে, সেটার সঙ্গে সব সময় শান্তি রেখে চলতে হবে।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ততম ফরম্যাট ছেড়েছেন কোহলি। কিন্তু এখনও বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলে যাচ্ছেন। ভারতের টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছেন। ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বলেছেন, ‘আমি খেলাটা কোনও অর্জনের জন্য খেলি না। এর প্রতি নিখাদ আনন্দ, ভালোবাসা ও উপভোগই আমার কাছে আসল। যতদিন এই ভালোবাসা অটুট থাকবে, আমি খেলা চালিয়ে যাবো। আমাকে নিজের সঙ্গে এই ব্যাপারে অন্তত সৎ থাকতে হবে।’

তার পরেই অবসর নিয়ে ৩৬ বছর বয়সী রসিকতা করে বলেছেন, ‘নড়েচড়ে বসবেন না, আমি কোনও ঘোষণা দিচ্ছি না আসলে! এখন পর্যন্ত সব ঠিক আছে।’

/এফআইআর/
সম্পর্কিত
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
আঙুলের চোটের পর দ্বিতীয় টেস্টে ফিরছেন স্মিথ
ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হারলো বাংলাদেশ
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল