X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

অ্যালেন, সেইফার্ট আর বোলারদের নৈপুণ্যে সিরিজে এগিয়ে গেলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১২:০০আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১২:১৫

পাওয়ার প্লেতে ব্যাট-বলে নিউজিল্যান্ডের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পেরে উঠেনি পাকিস্তান। তাদের ৫ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে স্বাগতিক দল এগিয়ে গেছে। 

ডানেডিনে বৃষ্টির কারণে ম্যাচের পরিধি নেমে আসে ১৫ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে শুরুতেই চেপে ধরে কিউই দল। চার ওভারের মধ্যে ১৯ রানে তুলে নেয় দুই উইকেট। চতুর্থ বলে বিদায় নেন ওপেনার হাসান নওয়াজ (০)। মোহাম্মদ হারিস বিদায় নেন ১১ রানে। তার পর নতুন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক সালমান আগা ২৮ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। যার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়। 

মাঝের ওভারে শাদাব খানও আগ্রাসী ব্যাটিংয়ে ভূমিকা রাখার চেষ্টা করেন। ১৪ বলে খেলেছেন ২৬ রানের ইনিংস। তাছাড়া উল্লেখযোগ্য ক্যামিও ইনিংস খেলেন শাহীন আফ্রিদি। ১৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত সালমান, শাদাব ও শাহীনের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারী দল। কিউইদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, জেমস নিশাম ও ইশ সোধি। 

জবাবে খুশদিল শাহ ও হারিস রউফ ইকোনমিক্যাল স্পেল উপহার দিলেও স্বাগতিক ব্যাটারদের আধিপত্যের সামনে তারা পেরে উঠেনি। ১৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড জয় নিশ্চিত করে। 

ওপেনিং জুটিতেই জয়ের মঞ্চ গড়ে দেন টিম সেইফার্ট। ম্যাচসেরাও তিনি। ফিন অ্যালেনকে নিয়ে ৬৬ রান যোগ করেছেন। সেইফার্ট ২২ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৫ রানে ফিরলে ভাঙে শুরুর জুটি। ফিন ফ্যালেনও ১৬ বলে ১ চার ও ৫ ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলেছেন। তার ফেরার সময় দলের স্কোর ছিল ৮৭ রানে দুই উইকেট। দ্রুত সময়ে মার্ক চ্যাপম্যান (১), জেমস নিশাম (৫) আউট হলেও জয়ের পথেই ছিল নিউজিল্যান্ড। তার পর দলকে এগিয়ে নেন ড্যারিল মিচেল ও মিচেল হে। মিচেল ১৪ রান করে জয়ের কাছে গিয়ে আউট হয়েছেন। ২১ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন মিচেল হে। তার ১৬ বলের ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছয়। সঙ্গে ৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। 

হারিস রউফ ২০ রানে নিয়েছেন দুটি উইকেট। একটি করে নিয়েছেন মোহাম্মদ আলী, খুশদিল শাহ ও জাঁহাদাদ খান। 

/এফআইআর/  
সম্পর্কিত
মার্চ মাসের সেরা শ্রেয়াস আইয়ার
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
ইনজুরিতে পিএসএল শেষ লিটনের
সর্বশেষ খবর
আপাতত আর কোনও প্লট বরাদ্দ দেবে না রাজউক: চেয়ারম্যান রিয়াজুল
আপাতত আর কোনও প্লট বরাদ্দ দেবে না রাজউক: চেয়ারম্যান রিয়াজুল
এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
কুমিল্লায় ৬ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে ডিম নিক্ষেপ
আন্দোলনে হামলাকুমিল্লায় ৬ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে ডিম নিক্ষেপ
ইয়েমেনে মার্কিন হামলায় হতাহত ৪২
ইয়েমেনে মার্কিন হামলায় হতাহত ৪২
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক