আগে ব্যাটিং করে ব্রাদার্স ইউনিয়ন ২৯০ রান করে। লক্ষ্যে নেমে গুলশান ক্রিকেট ক্লাব ৪৮.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। জয়ের মূল নায়ক ফরহাদ রেজা। বিপদের মুহূর্তে ৮ নম্বরে নেমে ৩৬ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে গুলশানকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছে তিনিই।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্রাদার্সের দেওয়া ২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে গুলশানের দুই ওপেনার জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম মিলে ৪২ রানের জুটি গড়েন। কিছুটা ভালো শুরুর পরও বিপর্যয়ে পড়ে যায় গুলশান। দলীয় ১০০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে উদ্ধার করেন নাঈম হাসান ও মোহাম্মদ ইলিয়াস জুটি। ৬ষ্ঠ উইকেটে তাদের করা ৯৯ রানের জুটিতে কিছুটা হলেও বিপর্য়য় কাটিয়ে উঠে তারা।
নাঈম ৬০ বলে ৫০ রান করে আউট হওয়ার পর ইলিয়াসের সঙ্গে ফরহাদ ৩৮ রানের জুটি গড়েন। ইলিয়াস ৬২ বলে ৫৩ রানের ইনিংস খেলে আউট হন। ৪৩তম ওভারে নিহাদের আউটের মধ্য দিয়ে গুলশানের অষ্টম উইকেটের পতন হয়। তখনও জয় থেকে ৫০ রান দূরে গুলশান, হাতে দুই উইকেট। কঠিন সময়টাতে নবম উইকেটে ফরহাদ ও পেসার মেহেদী হাসান মিলে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি করে গুলশানের জয় নিশ্চিত করেন। ফরহাদ ৪৭ ও মেহেদী ১৮ বলে ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।
ব্রাদার্সের বোলারদের মধ্যে সোহাগ গাজী ৪৪ রানে নেন চারটি উইকেট। এছাড়া শফিউল ইসলাম দুটি এবং জায়েদ উল্লাহ ও অলক কাপালি একটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ব্রাদার্সকে ৯ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন বিশাল চৌধুরী। এছাড়া আইচ মোল্লা ৬৫, মিজানুর রহমান ৫০ রান করেন।