X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

আইপিএলে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা থাকছে না

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৮:০৯আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৮:০৯

আইপিএল ২০২৫ এ বোলাররা বলে লালা ব্যবহারের অনুমতি পেয়েছেন। বৃহস্পতিবার মুম্বাইয়ে বিসিসিআই-এর সদর দফতরে টুর্নামেন্টের সিদ্ধান্ত প্রণেতাদের সঙ্গে আলাপের পর ফ্র্যাঞ্চাইজি অধিনায়কদের বেশিরভাগই বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জোর দাবি জানান। তারপরই এই নিষেধাজ্ঞা উঠে গেলো।

জানা গেছে, বেশিরভাগ অধিনায়ক একমত যে সব ধরনের ক্রিকেটে আইসিসি ও পরবর্তীতে বোর্ড সদস্যদের নেওয়া লালা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে বোলারদের অসুবিধা হচ্ছে, বিশেষ করে রিভার্স সুইং করতে। সাদা বলের ক্রিকেটে তো এটা দেখাই যায় না, এমনকি ওয়ানডেতেও দুটি নতুন বল ব্যবহারের পরও রিভার্স সুইং দুর্লভ হয়ে উঠেছে।

২০২০ সালের মে মাসে কোভিড মহামারির সময় প্রথমবার বল মসৃণ করতে লালা ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ২০২২ সালের সেপ্টেম্বরে তা স্থায়ী করে আইসিসি। বল উজ্জ্বল করতে বোলারদের ঘাম ব্যবহার করতে বলা হয়েছিল। 

সম্প্রতি ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি আইসিসিকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি (রিভার্স সুইং পেতে)। কিন্তু বলে লালা ব্যবহারের অনুমতি নেই। আমরা আবেদন করেই যাচ্ছি যেন আমরা বলে লালা ব্যবহারের অনুমতি পাই। তাতে করে ম্যাচে রিভার্স সুইং পাবো এবং সেটা হবে দারুণ ব্যাপার।’

আপাতত আইপিএলের আগে বোলাররা সুখবর পেলেন। প্রতিযোগিতাটি থেকে এই নিষেধাজ্ঞা তুলে নিলো ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

নতুন আরও একটি নিয়ম চালু করতে যাচ্ছে বিসিসিআই। রাতের ম্যাচে বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় ইনিংসে শিশির বড় একটা প্রভাব রাখে। ফলে বেশিরভাগ অধিনায়কই টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন, যাতে করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাড়তি সুবিধা পান। এই ক্ষেত্রে ভারসাম্য আনতে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে থাকা দলকে দুটি বল ব্যবহার করতে দেওয়া হবে। দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর অধিনায়কের কাছে দ্বিতীয় বল বুঝিয়ে দেয়া হবে। তাতে করে শিশিরের কারণে কেউ বাড়তি সুবিধা পাবে না মনে করেন বোর্ড কর্তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
পাঞ্জাবের ২০১ রান কলকাতাকে তাড়া করতে দিলো না বৃষ্টি
চেন্নাইয়ের মাঠে হায়দরাবাদের প্রথম জয়
বেঙ্গালুুরুকে চোখ রাঙালেও হ্যাজেলউডের বোলিংয়ে রাজস্থানের হার
সর্বশেষ খবর
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
এই বছর বার্সাকে সামলাতে পারবে না রিয়াল: ইয়ামাল
এই বছর বার্সাকে সামলাতে পারবে না রিয়াল: ইয়ামাল
জয়কে হত্যাচেষ্টা: শফিক রেহমানের আপিল শুনানি শেষ
জয়কে হত্যাচেষ্টা: শফিক রেহমানের আপিল শুনানি শেষ
বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমির খসরুসহ ৫ জনের খালাস
বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমির খসরুসহ ৫ জনের খালাস
সর্বাধিক পঠিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়