X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

আইপিএলে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা থাকছে না

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৮:০৯আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৮:০৯

আইপিএল ২০২৫ এ বোলাররা বলে লালা ব্যবহারের অনুমতি পেয়েছেন। বৃহস্পতিবার মুম্বাইয়ে বিসিসিআই-এর সদর দফতরে টুর্নামেন্টের সিদ্ধান্ত প্রণেতাদের সঙ্গে আলাপের পর ফ্র্যাঞ্চাইজি অধিনায়কদের বেশিরভাগই বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জোর দাবি জানান। তারপরই এই নিষেধাজ্ঞা উঠে গেলো।

জানা গেছে, বেশিরভাগ অধিনায়ক একমত যে সব ধরনের ক্রিকেটে আইসিসি ও পরবর্তীতে বোর্ড সদস্যদের নেওয়া লালা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে বোলারদের অসুবিধা হচ্ছে, বিশেষ করে রিভার্স সুইং করতে। সাদা বলের ক্রিকেটে তো এটা দেখাই যায় না, এমনকি ওয়ানডেতেও দুটি নতুন বল ব্যবহারের পরও রিভার্স সুইং দুর্লভ হয়ে উঠেছে।

২০২০ সালের মে মাসে কোভিড মহামারির সময় প্রথমবার বল মসৃণ করতে লালা ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ২০২২ সালের সেপ্টেম্বরে তা স্থায়ী করে আইসিসি। বল উজ্জ্বল করতে বোলারদের ঘাম ব্যবহার করতে বলা হয়েছিল। 

সম্প্রতি ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি আইসিসিকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি (রিভার্স সুইং পেতে)। কিন্তু বলে লালা ব্যবহারের অনুমতি নেই। আমরা আবেদন করেই যাচ্ছি যেন আমরা বলে লালা ব্যবহারের অনুমতি পাই। তাতে করে ম্যাচে রিভার্স সুইং পাবো এবং সেটা হবে দারুণ ব্যাপার।’

আপাতত আইপিএলের আগে বোলাররা সুখবর পেলেন। প্রতিযোগিতাটি থেকে এই নিষেধাজ্ঞা তুলে নিলো ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

নতুন আরও একটি নিয়ম চালু করতে যাচ্ছে বিসিসিআই। রাতের ম্যাচে বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় ইনিংসে শিশির বড় একটা প্রভাব রাখে। ফলে বেশিরভাগ অধিনায়কই টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন, যাতে করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাড়তি সুবিধা পান। এই ক্ষেত্রে ভারসাম্য আনতে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে থাকা দলকে দুটি বল ব্যবহার করতে দেওয়া হবে। দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর অধিনায়কের কাছে দ্বিতীয় বল বুঝিয়ে দেয়া হবে। তাতে করে শিশিরের কারণে কেউ বাড়তি সুবিধা পাবে না মনে করেন বোর্ড কর্তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
ধর্মশালায় ফ্লাডলাইট বন্ধ, নিরাপত্তা শঙ্কায় বাতিল পাঞ্জাব-দিল্লির ম্যাচ
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল ম্যাচ স্থানান্তর
অবসর নিয়ে কী ভাবছেন ধোনি?
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ