X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে মোহামেডানের দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ১৬:২৭আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৬:২৭

টস করে ড্রেসিংরুমে ফেরার পর থেকেই অস্বস্তিতে ছিলেন তামিম ইকবাল। পরবর্তীতে অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয় মোহামেডান অধিনায়ককে। তামিম হাসপাতালে গেলেও ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ও মোহামেডানের মধ্যকার ম্যাচটি চলমান ছিল। অধিনায়কহীন হয়েও ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান। শাইনপুকুরকে ২২৩ রানে অলআউট করে ৪২.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটের জয় পেয়েছে তারা। তামিমের বদলে ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করে মোহামেডানের জয়ের নায়ক হয়েছেন। ব্যাট-বলে দারুণ পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। 

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের কাছে টসে হেরে যান তামিম ইকবাল। টস করে ড্রেসিংরুমে ফিরতে ফিরতেই কেমন যেন অস্বস্তি বোধ করতে থাকেন তিনি। দলের ম্যানেজার শিপনসহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। তাৎক্ষণিক তামিমকে স্থানীয় কেপিজে (সাবেক ফজিলাতুন্নেছা) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাৎক্ষণিক তার এনজিওগ্রাম করে হার্টে ব্লক রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই অবস্থায় মাঠের খেলা বন্ধও থাকে কিছুক্ষণ। 

পরে খেলা শুরু হলে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুর খুব বেশি সংগ্রহ পায়নি। ৪৯.৫ ওভারে জমা করে ২২৩ রান। জবাবে তামিমকে হাসপাতালে পাঠিয়ে দায়িত্বশীল ভূমিকাতে মোহামেডানের ইনিংসের গোরাপত্তন করেন রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজ। দু’জন মিলে ওপেনিং জুটিতে তোলেন ১৬৪ রান। রনি ৮৬ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হলে ভাঙে শুরুর জুটি। মিরাজ অবশ্য ওপেনিং সুযোগ পেয়ে খুব ভালো ভাবেই সেটি কাজে লাগিয়েছেন। পেয়েছেন সেঞ্চুরি। ৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন তিনি। ততক্ষণে জয়ের ভিতটা তৈরি হয়ে গেছে। ৩৩ বলে ২৭ রান করে মাহিদুল ইসলাম অঙ্কন আউট হলে সাইফউদ্দিন (১৮) ও নাসুম আহমেদ (১৩) মিলে ৩ উইকেট হারিয়ে মোহামেডানকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। শাইনপুকুরের বোলারদের মধ্যে রাহিম আহমেদ দুটি ও রাফিউজ্জামান রাফি একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শাইনপুকুরের। রায়হান রাফসানের ৭৭ ও শরিফুল ইসলামের ৫৭ রানে ভর করে ২২৩ রানের সংগ্রহ করে। বাকি ব্যাটারদের বেশিরভাগই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। 

মোহামেডানের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ৪৪ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া এছাড়া নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও সাইফ উদ্দিন প্রত্যেকে দুটি করে উইকেট নেন। একটি উইকেট শিকার করেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ইমরানুজ্জামানের সেঞ্চুরিতে গুলশানকে হারালো অগ্রণী ব্যাংক
শিরোপার আরও কাছে আবাহনী  
শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিষিদ্ধ থাকবেন তাওহীদ
সর্বশেষ খবর
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
এই বছর বার্সাকে সামলাতে পারবে না রিয়াল: ইয়ামাল
এই বছর বার্সাকে সামলাতে পারবে না রিয়াল: ইয়ামাল
জয়কে হত্যাচেষ্টা: সাজার বিরুদ্ধে শফিক রেহমানের আপিল শুনানি শেষ
জয়কে হত্যাচেষ্টা: সাজার বিরুদ্ধে শফিক রেহমানের আপিল শুনানি শেষ
বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমির খসরুসহ ৫ জনের খালাস
বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমির খসরুসহ ৫ জনের খালাস
সর্বাধিক পঠিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়